ঘরের দোরগোড়ায় পৌঁছে যাবে পেট্রোল-সিএনজি, নতুন পরিকল্পনা কেন্দ্রের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ইন্ডিয়ান অয়েল হোম ডেলিভারিতে ডিজেল দেওয়া শুরু করে। ডিজেলের পর এবার পেট্রোল এবং সিএনজিও হোম ডেলিভারির পথেই হাঁটছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কথাতে তো তারই আঁচ পাওয়া গেলো।

Advertisements

Advertisements

দুদিন আগে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ডিজেলের পর এবার পেট্রোল এবং সিএনজির ক্ষেত্রেও একই রকমের পরিকল্পনা রয়েছে।

Advertisements

করোনা ভাইরাসের জন্য জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনে নানা বিধিনিষেধের আওতায় পড়ে বাইকের মালিকরা পেট্রোল পাম্পে যেতেই পারছেন না, কেনা তো পরের কথা। এরকম পরিস্থিতিতে যদি ঘরে বসেই পেট্রোল পাওয়া যায় তাহলে গ্রাহকদের অনেক বেশি সুবিধা হবে।

দীর্ঘ লকডাউনের এত অস্বস্তির মধ্যে গ্রাহকদেরকে একটু সুবিধা দিতেই এই পেট্রোল সিএনজি হোম ডেলিভারির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সংবাদ সংস্থা PTI এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত শুক্রবার বলেছেন সরকার ডিজেলের মত পেট্রোল এবং সিএনজির হোম ডেলিভারি পরিষেবা প্রদান করতে ইচ্ছুক। এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষ ঘরে বসেই পেট্রোল এবং সিএনজি পেয়ে যাবেন।

মন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, সরকার জ্বালানির খুচরো বিক্রির জন্য একটি নতুন মডেল তৈরীর চেষ্টা করছে। একই জায়গায় যাতে পেট্রোল ডিজেল, সিএনজি, এলএনজি এবং এলপিজি পাওয়া যায় সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে।

প্রসঙ্গত, ডিজেলের খুচরো বিক্রির ক্ষেত্রে তেমন ঝুঁকি না থাকলেও পেট্রোল এবং সিএনজির খুচরো বিক্রির ক্ষেত্রে ঝুঁকি রয়েছে অনেকখানি বেশি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্ভবপর হবে।

Advertisements