চুরি হওয়া Mobile সহজেই খুঁজে নিন, কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মোবাইল চুরি যে হারে বৃদ্ধি পাচ্ছে, সে দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ তাতে পুলিশ থেকে সবারই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আবার এই মোবাইল ফোনের মধ্যেই থাকে মানুষের প্রয়োজনীয় তথ্য। এহেন অবস্থায় কেন্দ্রীয় যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল সোমবার একটি নতুন পোর্টালের কথা ঘোষণা করেছেন। যেখানে সরাসরি কোনো ব্যক্তি তার মোবাইল চুরির বা হারানোর অভিযোগ দায়ের করতে পারবেন।

Advertisements

যে ওয়েবসাইটটে এই অভিযোগ করা যাবে সেটি হলো https://www.ceir.gov.in। তাই নয়, সরকারি এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের নম্বরটি ব্লক করা যাবে। সেই পোর্টালে গিয়ে নম্বর ব্লক করার পর সেই নম্বরে কোনো নেটওয়ার্ক পরিষেবা থাকবে না। আশা করা হচ্ছে এই পদক্ষেপ মোবাইল চুরি ব্যাপকভাবে কমাতে সক্ষম হবে।

Advertisements

সরকারি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রায় ৫.৩৬ কোটি ভারতে মোবাইল ব্যবহার করা মানুষকে এই পদক্ষেপ উপকৃত করবে। প্রাথমিক ভাবে মুম্বাইতে এই পরিষেবা চালু করা হলেও জানা যাচ্ছে দেশের অন্যান্য অঞ্চলে ধীরে ধীরে এই পরিষেবা চালু করা হবে।

Advertisements

তবে প্রাথমিকভাবে এই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করা হলেও পরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। টেলিকম সেক্রেটারি আনশু প্রকাশের কথায়, এই পরিষেবার মাধ্যমে চুরি হওয়া মোবাইল যদি দেশের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে তবে সেটিকে ট্র্যাক করে মোবাইলের লোকেশন জানা যাবে। FIR করার জন্য DoT একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে যেটি হলো ১৪৪২২। পুলিশে অভিযোগের পরে আপনার ডিভাইসটিকে ব্ল্যাকলিস্ট করা হবে।

এই পোর্টালে সমস্ত ফোনের তথ্য উপলব্ধ থাকে যেগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। হোয়াইট লিস্টের IMEI এখানে নাম্বারগুলি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। গ্রে লিস্টের ডিভাইসগুলিকে মনিটর করা যায় ও তৃতীয় লিস্ট অর্থাৎ ব্ল্যাকলিস্টের IMEI নাম্বারের ডিভাইসগুলি আব্যবহার্য। সেই ডিভাইসগুলিতে কোনো নেটওয়ার্ক কানেকশন থাকে না।

Advertisements