PM Internship Scheme: পূজোর আগে দেশের যুবসমাজের জন্য এক অসাধারণ ঘোষণা নিয়ে এসেছে মোদি সরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকার চালু করেছে “PM ইন্টার্নশিপ স্কিম”, যার মাধ্যমে দেশের যুবসমাজকে শুধু কর্মসংস্থানের সুযোগই দেওয়া হবে না, প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ডও প্রদান করা হবে। আজ থেকেই চালু হয়েছে এই স্কিমের (PM Internship Scheme) পোর্টাল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। আসুন জেনে নিই কিভাবে এই স্কিমে আবেদন করবেন এবং কারা এই সুযোগ পাবেন।
কাদের জন্য এই ইন্টার্নশিপ?
“PM ইন্টার্নশিপ স্কিম” মূলত দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। ২১ থেকে ২৪ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী, যারা কমপক্ষে দশম শ্রেণি পাস করেছেন, তারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে, একটি বিশেষ শর্ত রয়েছে—আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৪ লাখ টাকার বেশি হলে তারা এই সুবিধা পাবেন না। তাছাড়া, আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে থাকেন, তবে তাদের এই স্কিমের (PM Internship Scheme) জন্য যোগ্য বিবেচনা করা হবে না।
কীভাবে আবেদন করবেন?
ইন্টার্নশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করা যাবে। প্রথমে আপনাকে PM ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল পোর্টালে যেতে হবে এবং সেখানে নির্ধারিত ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর আপনার আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি স্বয়ংক্রিয়ভাবে সিভি তৈরি হবে, যা দেখাবে কোন কোম্পানির জন্য আপনি উপযুক্ত। আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে, যেমন আধার কার্ড, ইমেইল আইডি, ঠিকানার প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্যান কার্ড।
আরো পড়ুন: কৃষকদের জন্য চালু হতে চলেছে নতুন প্রকল্প, মিলবে একাধিক সুবিধা
ইন্টার্নশিপ চলাকালীন শর্তাবলী
এই ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত থাকবে। যারা ইন্টার্নশিপ করছেন, তারা সেই সময়ে কোনো পূর্ণকালীন কোর্স বা চাকরি করতে পারবেন না। এছাড়া, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন আইআইটি বা আইআইএম-এর শিক্ষার্থীরা এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন না।
স্টাইপেন্ড ও অতিরিক্ত সুবিধা
এই ইন্টার্নশিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রতি মাসে ৫০০০ টাকার স্টাইপেন্ড। এর মধ্যে ৪৫০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার, আর বাকি ৫০০ টাকা দেওয়া হবে CSR (Corporate Social Responsibility) তহবিল থেকে। এর পাশাপাশি, ইন্টার্নশিপের এক বছর পর অতিরিক্ত ৬০০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। সরকারের এই উদ্যোগ আগামী পাঁচ বছরে এক কোটি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।
PM ইন্টার্নশিপ স্কিম দেশের যুব সমাজের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যা তাদের কর্মজীবনকে একটি দৃঢ় ভিত্তি প্রদান করবে। যারা এই শর্তাবলীর আওতায় আসছেন, তাদের দ্রুত আবেদন করা উচিত, কারণ এটি একটি সীমিত সময়ের সুযোগ। এই ইন্টার্নশিপের (PM Internship Scheme) মাধ্যমে আপনি শুধু অভিজ্ঞতা অর্জন করবেন না, প্রতি মাসে নির্দিষ্ট একটি আয়ের সুবিধাও পাবেন।