পুজোর আগেই সরকারি কর্মচারীদের পকেট গরম! দারুণ সুখবর দিল কেন্দ্র সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুজোর সময় প্রতিটি মানুষেরই আলাদা করে বেশ কিছু বাড়তি খরচ থাকে। বাড়তি সেই সকল খরচের মধ্যে রয়েছে নতুন জামা কাপড় থেকে শুরু করে ঘোরাফেরা খাওয়া-দাওয়া আনন্দ উপভোগ করা। যে কারণে পুজোর মাসে প্রতিটি মানুষই চান যাতে তাদের পকেটে কিছুটা হলেও বেশি টাকা আসে। এবার সেই রকমই কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে পুজোর আগে সরকারি কর্মচারীদের (Government Stuff) পকেট গরম করার জন্য দারুণ একটি সুখবর দেওয়া হল।

Advertisements

পুজোয় আর বাকি রয়েছে মাত্র দেড় মাস মত। আর এই দেড় মাস বাকি থাকার আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুখবর দিয়েছে কেন্দ্র। মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এক ধাক্কাই সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। সূত্র মারফত জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই কেন্দ্র সরকারের তরফ থেকে বর্ধিত এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে।

Advertisements

এক্ষেত্রে যদি নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয় তাহলে বর্ধিত সেই মহার্ঘ ভাতা চলতি বছর জুলাই মাস থেকেই কার্যকর হয়ে যাবে। সূত্র মারফত এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এবার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। আর এই ঘোষণা করা হলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Central Government Employees) বেড়ে হয়ে যাবে ৪৫ শতাংশ।

Advertisements

মূল্যবৃদ্ধির উপর সামঞ্জস্য রেখে প্রতিটি সরকারের তরফ থেকেই তাদের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে। তবে এই মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের আলাদা আলাদা পরিমাপ রয়েছে। সেই পরিমাপ অনুযায়ী কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতা অনেক বেশি হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মহার্ঘ ভাতা অনেক কম। যে কারণে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবি তুলছেন।

চলতি বছর জুলাই মাসে সিপিআই-আইডব্লিউ ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭ পয়েন্টে পৌঁছেছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের যে সকল সংগঠন রয়েছে তাদের তরফ থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার দাবি তোলা হয়। তবে কেন্দ্রের তরফ থেকে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে এমনটাই জানা যাচ্ছে আর সেই ঘোষণা সেপ্টেম্বর মাসেই হতে পারে। বর্তমানে দেশের ১ কোটির বেশি সরকারি কর্মচারী ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন আর যদি নতুন করে ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হয় তাহলে তা বেড়ে দাঁড়াবে ৪৫ শতাংশ।

Advertisements