DA Hike: ৪ শতাংশের দিন শেষ! এবার ডিএ নিয়ে আরও বড় ঘোষণা করতে পারে কেন্দ্র

Antara Nag

Published on:

The central government may make a bigger announcement about DA Hike: লোকসভা ভোটে জয়লাভ করার পর আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে (DA Hike) চলেছে এই বিষয় নিয়ে আলোচনার ঝড় হয়ে চলেছে সাধারণ মানুষের মধ্যে। কেউ বলছে প্রতিবারের মতন এবারও ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। আবার কেউ বলছে জুলাই মাসে ৫% ডিয়ে বৃদ্ধি করার ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আদতে ঠিক কত পরিমাণে ডিয়ারনেস অ্যালাউন্স বাড়তে চলেছে তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে।

ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি (DA Hike) নিয়ে আলোচনার ঝড় উঠলেও, তা সম্পূর্ণই আনুমানিক স্তরে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মীদের ডিয়ে বৃদ্ধি সংক্রান্ত কোনো রকম মন্তব্য করা হয়নি। আপাতত কেন্দ্রীয় সরকারি সমস্ত কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। ৪ শতাংশ বৃদ্ধি পেলে বর্ধিত এর পরিমাণ হবে ৫৪% এবং ৫% হাড়ে ডিএ বৃদ্ধি পেলে, বর্ধিত ডিএর পরিমাণ হবে ৫৫ শতাংশ। সপ্তম পে কমিশনের এই নীতি বজায় থাকবে নাকি পরিবর্তিত হবে তা এখনো আনুমানিক আলোচনার পর্যায়ে রয়েছে।

কত শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) পেতে চলেছে সেই প্রশ্ন তো অনেক দূরের কথা, ডিএ যে বৃদ্ধি পাবে সেই ঘোষণা হওয়ার সম্ভাবনাও নেই জুলাই মাসে। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ কেন্দ্রীয় সরকারী কর্মিদের ডিএ সংক্রান্ত ঘোষণা করা হয়। তবে ঘোষণা যবেই হোক না কেন জুলাই মাস থেকেই বর্ধিত ডিএ -এর পরিমাণ যুক্ত হতে থাকে। প্রথমবার বর্ধিত ডিয়ে যুক্ত বেতন হাতে পেলে, আগের মাসের বকেয়া ডিএ টুকুও দেওয়া হয় সেই সাথেই। অর্থাৎ যদি সেপ্টেম্বর মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা হয় এবং সেপ্টেম্বর মাসেই মাইনার সাথে বর্ধিত ডিএ পাওয়া যায়, তাহলে জুলাই ও আগস্ট মাসের বকেয়া ডিএ -এর পরিমাণও একই সাথে দেওয়া হবে সেপ্টেম্বরে।

আরও পড়ুন 👉 Ration in July: জুলাই মাসে কোন রেশন কার্ডে মিলবে কত পরিমাণ চাল-গম! ঠকতে যেন না হয়, দেখে নিন তালিকা

মাত্র ৬ মাস আগে জানুয়ারি মাসেই বারানো হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ -এর পরিমাণ (DA Hike)। তখনও ৪ শতাংশ হারেই বাড়ানো হয়েছিল ডিএ -এর পরিমান। ডিয়ে বাড়ার সাথে সাথে বেড়ে গিয়েছিল আরো বেশ কিছু ভাতার পরিমাণ। জানুয়ারি মাসে বর্ধিত ডিএ -এর পরিমাণ হয়ে যায় ৫০ শতাংশ পাশাপাশি বেড়ে যায় রেন্ট অ্যালাউন্সের মতন একাধিক ভাতার পরিমাণও। ফলে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল জানুয়ারি মাসে। জুলাই মাসে আবারো ডিএ -এর পরিমাণ বাড়ানো হলে আবারও কিছুটা বেড়ে যাবে বেতনের পরিমাণও।

যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান ৫০ শতাংশ হারে সেখানে রাজ্য সরকারের কর্মীরা ডিএ পান মাত্র ১৪% হারে। অর্থাৎ ৩৬ শতাংশের পার্থক্য রয়েছে ২ সরকারের পক্ষ থেকে দেওয়া ডিএ -এর পরিমাণে। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেশ ক্ষোভ দেখা গেছে ডিএ নিয়ে। যদি জুলাই মাসে আবারও ডিএ -এর পরিমাণ বাড়ে (DA Hike), তাহলে রাজ্য সরকারের সাথে পার্থক্য আরও বেড়ে যাবে। এর মধ্যে যদি রাজ্য সরকারের তরফ থেকে ডিএ -এর পরিমাণ বাড়ানো না হয়, তাহলে কেন্দ্রের তুলনায় ডিএ -এর পার্থক্যের পরিমাণের পাশাপাশি বাড়বে রাজ্য সরকারি কর্মীদের মনের ক্ষোভ।