কৃষকদের স্বার্থে কি কি থাকতে পারে আসন্ন বাজেটে

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বর্তমানে ভারতের জনগণ মুখিয়ে রয়েছেন ২০২২ এর বাজেট ঘোষণার দিকে তাকিয়ে। আগামী ১ লা ফেব্রুয়ারি দেশের কথা চিন্তা করে ঠিক কি কি পদক্ষেপ নেবেন কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থবর্ষে কৃষিক্ষেত্রে ইনসেনটিভ ঘোষণা করতে পারেন আর যার ফলে উপকৃত হবেন দেশের কৃষকরা। কৃষকদের আয় বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে এই পদক্ষেপ।

গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকদের সাথে সাথে সম্পূর্ণ সরকারি কৃষক সম্প্রদায়কে সাহায্য করার কথা চিন্তা করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে এই প্রসঙ্গে বিশেষজ্ঞ মহল কিন্তু অন্য কথা বলছে, কেন্দ্রের তরফে এই বাজেট পেশের কারণ হিসেবে পাঁচ রাজ্যের আগত বিধানসভা নির্বাচনকে দায়ী করা হচ্ছে।

আগত এই বাজেটে কৃষকদের জন্য যে যে সুযোগ সুবিধা থাকবে সেগুলি হলো –

১) কেন্দ্রের পক্ষ থেকেই কৃষকদের বাইরে ফসল রপ্তানির ব্যবস্থা করে দেওয়ার সাথে সাথে কৃষকদের নিজেদের তৈরি পণ্য বিক্রির একটি বাজারের ব্যবস্থা। তার সাথে সাথে কৃষিক্ষেত্রে এই বৃহৎ বাজেটের মাধ্যমে কৃষিক্ষেত্রে বাজারিকরণ, অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা, ব্র্যান্ডিং ইন্সেনটিভ থাকতে পারে।

২) ভবিষ্যতে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যেশ্যে নয়া কোনো মন্ত্রকের ঘোষণা থাকতে পারে।

৩) অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খাদ্যদ্রব্যের প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রোডাকশন লিংকড ইনসেনটিভের আওতায় ১০,৯০০ কোটি টাকা ঘোষণা করতে পারেন।

৪) কেন্দ্রীয় সরকারের এই সব ইনসেনটিভের দ্বারা কৃষকদের ভবিষ্যতে আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

সামনের মাসে পাঁচ রাজ্যে নির্বাচনের মধ্যে দুটি রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। এই দুই রাজ্যেই কৃষকদের সংখ্যা অধিক। তার ওপর গত এক বছর ধরে তিন কৃষি আইনের বিরোধিতায় কৃষকরা যথেষ্ট ক্ষুণ্ণ বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের ওপর। যদিও গুরু নানকের জন্মতিথিতে জাতির উদ্যেশ্যে ভাষণে এই তিন আইন বাতিল করে দেন প্রধানমন্ত্রী। বর্তমানে তাই মনে করা হচ্ছে এই সব পদক্ষেপের দ্বারা বিজেপি ওই দুই রাজ্যে নিজেদের স্থান শক্ত, মজবুত করতে চাইছেন।