চাষীদের জন্য সুখবর, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ালো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের চাষীদের সুখবর দিল কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার। বুধবার কেন্দ্র এই ঘোষণা করে। যে ঘোষণায় জানানো হয় বেশকিছু খারিফ শস্যের উপর রিটার্ন ওভার কস্ট বাড়ানো হচ্ছে ৫০% থেকে ৮৫%।

Advertisements

Advertisements

গত বছর থেকে দেশজুড়ে কৃষকরা আন্দোলনে নেমেছেন নতুন সংশোধনী আইন বাতিল করা এবং শস্যের ন্যূনতম মূল্যকে আইনে পরিণত করার। তবে এই কৃষক আন্দোলনের মাঝেই কৃষকদের স্বস্তি দিয়ে গম, জোয়ার, বাজরা, রাগি, মুগডাল, অড়হর ডাল সহ বেশ কিছু খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যে বিপুল পরিবর্তন করা হল।

Advertisements

কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, কুইন্টাল প্রতি বাজরার ন্যূনতম সহায়ক মূল্য করা হলো ২ হাজার ২৫০ টাকা। এই ফসলের উপর রিটার্ন ওভার কস্ট বৃদ্ধি হয়েছে ৮৫ শতাংশ। মটর ডালের ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে ৬৫ শতাংশ। একইভাবে অড়হড় ডালের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৬২ শতাংশ। গম, হাইব্রিড জোয়ার, রাগি, মুগ ডাল, তুলোর মতো শস্যের ক্ষেত্রে রিটার্ন ওভার কস্ট বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।

খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। যার পর এই ঘোষণার সাথে সাথে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর জানিয়েছেন, “ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেমন চলছে তেমনি চলবে। আমরা সংসদে দাঁড়িয়ে বারংবার এই কথা স্পষ্ট করেছি। এমএসপি নিয়ে অনেকেই অনেক ধরনের ভ্রান্ত ধারণা তৈরি করতে চাইছে। কিন্তু জানা দরকার এই এমএসপি হলো ধারাবাহিক বিষয়। এ নিয়ে কোন দ্বিমতের জায়গা নেই। বরং সময়ের সাথে সাথে এর মূল্য বৃদ্ধি পাবে।”

Advertisements