National Savings Scheme: ভবিষ্যতের জন্য কম-বেশি সকলেই আয় করা অর্থ থেকে কিছু টাকা সঞ্চয় করেন। আর সেইসব মানুষদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি নানান স্কিম পরিচালনা করছেন। যার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। যেখানে মূলত গ্রামীণ আমানতকারীরা বিনিয়োগ করে থাকেন। যা থেকে ভালো পরিমান সুদসহ সুবিধা পান গ্রাহকরা। এবার সেই পোস্ট অফিসই গ্রাহকদের জন্য এক দুঃখের খবর বহন করে নিয়ে এলো। জানালো স্কিমের (National Savings Scheme) সুদ বন্ধ করে দেওয়ার কথা। পাশাপাশি সেই স্কিমের টাকা তুলে ফেলারও নির্দেশ দিয়েছে। কোন স্কিমের সুদ বন্ধ করল পোস্ট অফিস? সেই স্কিমের জমানো টাকা কিভাবেই বা তুলতে পারবেন গ্রাহকরা? রইল বিস্তারিত বিবরণ।
প্রসঙ্গত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে বহুদিনের পুরনো একটি প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। যেখানে গ্রাহকদের জন্য বহু ছোট ছোট সঞ্চয় প্রকল্প পরিচালিত হয়। আর সেখানে মূলত গ্রামীণ সাধারণ মানুষরা বিনিয়োগ করে থাকেন। অল্প বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়ার সুবিধা থাকে পোস্ট অফিসের এই স্কিমগুলিতে। তবে তারই মধ্যে একটি স্কিমে (National Savings Scheme) সুদ দেবে না বলে জানালো কেন্দ্র সরকার। আছে নাকি এই স্কিমে আপনার টাকা? থাকলে অবশ্যই প্রতিবেদনটি ভালো করে পড়ুন। জেনে নিন কিভাবে তুলবেন টাকা।
আরো পড়ুন: প্যান কার্ড আছে? জেনে নিন প্যান কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের নেওয়া এক বড় সিদ্ধান্ত
প্রতি বছরই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের পরিচালনা করা প্রকল্পগুলির নিয়মে পরিবর্তন আনে। তেমনি ২০২৪এর প্রথম দিকেই পোস্ট অফিসের এক স্কিমে সুদ না দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। সরকার তরফে একটি নির্দেশিকা জারি করে। যে নির্দেশিকায় বলা হয় জাতীয় সঞ্চয় প্রকল্পে (National Savings Scheme) আর সুদ প্রদান করা হবে না। ২০২৪ সালের ১লা অক্টোবর থেকে এই প্রকল্পে সুদ দেওয়া বন্ধ হয়ে যাব তাই ৩০শে সেপ্টেম্বরের মধ্যে এই প্রকল্পের বিনিয়োগকারীদের টাকা তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: কেন্দ্রীয় কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বৃদ্ধি পেতে চলেছে বেতন, জানুন যাবতীয় খুঁটিনাটি
কিভাবে সেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা? করমুক্ত উপায়ে কি অর্জিত টাকা পাবেন আমানতকারীরা? সরকারি নিয়ম অনুসারে পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা অর্থের ওপর অর্জিত সুদ করের আওতায় বিবেচিত হবে ন অর্থাৎ আমানতকারীরা করমুক্ত উপায়ে সেই টাকা তুলতে পারবেন। অন্যদিকে বিনিয়োগকারী ব্যক্তি যদি পরলোক গমন করেন সেক্ষেত্রেও উত্তরাধিকার সূত্রে আমানতকারীর এই প্রকল্পের অর্থ করমুক্ত উপায়ে তুলে নিতে পারবেন তার যেকোনো উত্তরাধিকার।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি পোস্ট অফিস দ্বারা পরিচালিত জাতীয় সঞ্চয় প্রকল্প (National Savings Scheme) একটি সম্পূর্ণ ভিন্ন স্কিম। যে প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের বিনিয়োগের উপর সুদ দেওয়া হতো ৭.৫% হারে। প্রতিবছর সুদের পরিবর্তন করা হতো। বহু বছরের পুরনো এই স্কিম। ১৯৯২ সাল থেকেই এই স্কিমে বিনিয়োগ করার ব্যবস্থা বন্ধ করে দেয় সরকার। তবে এতদিন যারা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করেছিল তাদের সুদ দেওয়া হয়েছিল এই স্কিমের আওতায়ষ তবে চলতি বছরে সেই সুদ প্রদান বন্ধ করেছে সরকার। ফলেই এই স্কিমে বিনিয়োগ করা অর্থ শুধু শুধু ফেলে রাখার কোনো কারণ নেই। তাই বিনিয়োগকারীদের অর্থ তুলে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।