নিজস্ব প্রতিবেদন : দিল্লি যখন কঠিন পরিস্থিতির দিয়ে পার হচ্ছে ঠিক সেইসময় কেজরিওয়াল সরকারের ক্ষমতা খর্ব করলো কেন্দ্র। কার্যকর হয়ে গেল গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) আইন ২০২১ বা ‘দিল্লি বিল’। আর এই বিল কার্যকর হওয়ার সাথে সাথে এক প্রকার কেজরিওয়াল সরকারের থেকে ক্ষমতা কেড়ে নিলো কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে মঙ্গলবার রাত থেকেই দিল্লিতে এই আইন কার্যকর হয়ে গেছে।
কি রয়েছে এই আইনে?
এই আইন কার্যকর হয়ে যাওয়ার সাথে সাথে দিল্লি সরকার এবার থেকে আর নিজেদের ইচ্ছেমতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। দিল্লি সরকারের মন্ত্রিসভায় পাস হওয়ার সিদ্ধান্ত কার্যকর করার জন্য অনুমতি নিতে হবে লেফটেন্যান্ট গভর্নরের। অর্থাৎ বকলমে দিল্লি সরকারের সিদ্ধান্ত কার্যকর হবে, না হবে না তা নির্ভর করবে লেফটেন্যান্ট গভর্নরের সম্মতির পরিপ্রেক্ষিতেই।
চলতি বছর ২২ মার্চ এই বিল পাস হয়েছিল লোকসভায়। তারপরেই বিলটি পাস হয় রাজ্যসভায়। এরপর তা রাষ্ট্রপতি স্বাক্ষরে আইনে পরিণত হয়। আর ২৭ এপ্রিল কেন্দ্রে তরফ থেকে এই আইন কার্যকর করা হল রাজধানীতে। বলে রাখা ভালো, এমনিতেই দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা ছিল না। তারপর নতুন এই বিল রাজধানীর স্বাধীনতার অধিকাংশ কেন্দ্রের হাতে হস্তান্তরিত হলো।
Central Government appoints 27 April 2021 as the date on which provisions of Government of National Capital Territory of Delhi (Amendment) Act, 2021 shall come into force: Ministry of Home Affairs
— ANI (@ANI) April 28, 2021
[aaroporuntag]
অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সরকার ক্ষমতায় আসার পর দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু তার সেই দাবি পূরণ তো দূরের কথা উল্টে আরও স্বাধীনতা খর্ব হলো। আর এই আইন কার্যকর হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল দুঃখ প্রকাশ করে বলেছেন, “আজ গণতন্ত্রের দুঃখজনক দিন। তবে আমরা বাধা এলেও কাজ চালিয়ে যাবো।”