Central Government Rules: DA বাড়িয়ে সরকারি কর্মচারীদের ঘুম উড়িয়ে দিল কেন্দ্র! সামান্য ভুলেই মিলবে কঠিন শাস্তি

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গত কয়েক মাস ধরেই কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে একের পর এক উপহার পাচ্ছে। কখনো তাদের উপহার স্বরূপ দেওয়া হয়েছে বর্ধিত ডিএ, কখনো আবার বাড়ানো হয়েছে এইচআরএ। এছাড়াও আরও বিভিন্ন ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপহার স্বরূপ তুলে দিয়েছে কেন্দ্র।

কেন্দ্র সরকারের তরফ থেকে ডিএ সহ একের পর এক উপহার দেওয়ার পর এবার এমন এক নির্দেশিকা জারি করা হলো যাতে করে রীতিমতো ঘুম উড়ছে সরকারি কর্মচারীদের। কেননা এবার তাদের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা (Central Government Rules) অনুযায়ী ছোট্ট ভুল করলেও কঠিন শাস্তি পেতে হবে।

কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অফিসে ঢোকার সময় নিয়ে এবার নড়েচড়ে বসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন নির্দেশিকা জারি করেছে বলে জানা যাচ্ছে। সঠিক সময়ে অফিসে আসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে অবহেলা, গাফিলতি ইত্যাদি লক্ষ্য করেই নড়েচড়ে বসেছে কেন্দ্র এবং তাদের অফিসে ঢোকা ও বের হওয়ার টাইম বেঁধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এক মিনিট দেরি হলেই কঠোর শাস্তি পেতে হবে।

আরও পড়ুন 👉 Mid day Meal Scam: চাকরি চুরি, রেশন চুরি অতীত! এবার মমতার চাপ বাড়ল মিড ডে মিল নিয়ে, নয়া পদক্ষেপ কেন্দ্রের

সূত্র মারফৎ জানা যাচ্ছে, কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সিনিয়র আধিকারিক থেকে শুরু করে সব ধরনের কর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম জারি করেছে। যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯টার সময় অফিসে ঢুকতে হবে কর্মচারীদের। অফিসে ঢোকার ক্ষেত্রে ১৫ মিনিট গ্রেস পিরিয়ড দেওয়া হবে। এক্ষেত্রে সকাল ৯ঃ১৫ এর মধ্যে না ঢুকলে শাস্তি পিছু ছাড়বে না। বলা হয়েছে নির্ধারিত ওই সময়ের মধ্যে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থায় নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে।

শাস্তি হিসেবে কোন কর্মী যদি নির্ধারিত সময়ের মধ্যে অফিসে ঢুকতে না পারেন তাহলে তার ক্যাজুয়াল লিভ থেকে অর্ধ দিবস কেটে নেওয়া হবে। এইভাবে যদি দুদিন কেউ দেরি করেন তাহলে তার ক্যাজুয়াল লিভ থেকে একটি গোটা ছুটি কেটে নেওয়া হবে। এর পাশাপাশি কোন কর্মী অফিসে কখন আসছেন এবং কখন বের হচ্ছেন তা পুরো নজরদারির মধ্যে রাখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে যদি কোন কর্মী উপযুক্ত কারণে দেরিতে অফিসে পৌঁছান তাহলে তাকে ছাড় দেওয়া হবে, যদিও সেই ছাড় কিন্তু নির্ভর করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর।