নিজস্ব প্রতিবেদন : লকডাউন চলাকালীন স্থগিত EMI-এর সুদের উপর সুদ মেটাবে কেন্দ্র সরকার। এমনটা আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছিল সুপ্রিমকোর্টে। তবে এবার এই বিষয়ে শনিবার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ঋণের পরিমাণ ২ কোটি টাকা পর্যন্ত হলেই এই সুবিধা পাবেন গ্রাহকরা।
ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানা গিয়েছে, সরকারের স্থগিত EMI-এর সুদের উপর সুদ মুকুবের সিদ্ধান্ত সার্বজনীনভাবে প্রয়োগ করা হবে। কয়েকদিনের মধ্যেই দেশের কয়েক লক্ষ ঋণগ্রহীতার অ্যাকাউন্টে ছ’মাসের মোরাটোরিয়াম পর্বে সুদের উপর সুদের বাড়তি টাকা ফেরানো শুরু হবে। আর এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়িত হবে ৫ নভেম্বরের মধ্যেই বলে মনে করা হচ্ছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে ঋণ শোধ করার এই প্রকল্পের আওতায় পড়বে গৃহঋণ, শিক্ষাঋণ, ক্রেডিট কার্ডের বকেয়া, গাড়ি ঋণ, এমএসএমই ঋণ, কনজিউমার ডিউরাবেল লোন ও গ্রাহক ঋণ বলে জানা গিয়েছে।
Loans for MSME, education, housing, consumer durables, credit card dues, automobiles, along with personal loans and consumption loans up to Rs 2 crores eligible under the scheme. https://t.co/bFAw21wWE6
— ANI (@ANI) October 24, 2020
জানা গিয়েছে, লকডাউন চলাকালীন যেসকল ঋণগ্রহীতারা মোরাটোরিয়ামের সুবিধা নিয়েছিলেন তাদের যৌগিক সুদ এবং সরল সুদের পার্থক্য বিবেচনা করেই বাড়তি টাকা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই ক্যাশব্যাকের সুবিধা সকল গ্রাহকরাই পাবেন যারা মোরাটোরিয়ামের সম্পূর্ণ অথবা আংশিক সুবিধা নিয়েছিলেন।