ছোটদের মোটরসাইকেলে বসিয়ে সফর করা নিয়ে নয়া নিয়ম আনছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি দু’চাকা থেকে শুরু করে সমস্ত রকম যানবাহনের ক্ষেত্রে নতুন নতুন নিয়ম (new rules for vehicles) এনেছে। এই সকল নিয়ম মূলত পথ নিরাপত্তার কথা মাথায় রেখেই আনা হয়েছে। নিয়মের পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রেখে এবার কেন্দ্র সরকার মোটরসাইকেলে ছোটদের চাপিয়ে সফর করার ক্ষেত্রে নিয়ম আনতে চলেছে।

Advertisements

Advertisements

কেন্দ্র সরকার মোটরবাইকে ছোটদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে যে নতুন নিয়ম আনছে সেই নতুন নিয়মের খসরা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে। সেই নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে বেশকিছু জিনিস বাধ্যতামূলক করা হচ্ছে। এই নতুন নিয়মের খসরা পেশ করার পাশাপাশি খুব তাড়াতাড়ি তা আইনে পরিণত হবে বলেই সূত্রের খবর। পাশাপাশি এই সকল নিয়ম না মানা হলে আইন ভঙ্গকারীর এক হাজার টাকা জরিমানার পাশাপাশি তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।

Advertisements

১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে। জানা যাচ্ছে এই মন্ত্রক আগামী ২০২২ সাল থেকেই এই নতুন নিয়ম কার্যকরী করতে চলেছে। নতুন এই নিয়ম কার্যকরী হয়ে যাওয়ার পর প্রতিটি রাজ্যের রাজ্য সরকারকে এই নতুন নিয়ম মেনে নিজেদের আইনে পরিবর্তন করতে হবে।

১) কেন্দ্রীয় এই নিয়ম অনুসারে মোটরবাইকে শিশুকে চালকের সঙ্গে বেঁধে রাখার জন্য সেফটি হারনেস ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে।

২) সেফটি হারনেস টেকসই এবং মজবুত হতে হবে। পাশাপাশি এর ওজন যেন বেশি না হয়। অন্যদিকে এই সেফটি হারনেস যেন ৩০ কেজি ওজন সহজে বহন করতে পারে তার দিকে নজর রাখতে হবে।

৩) শিশু আরোহীর মাথায় হেলমেট রাখাটা বাধ্যতামূলক করা হচ্ছে। এই হেলমেট হতে হবে আইএসআই মার্ক যুক্ত।

৪) মোটরবাইকে শিশু আরোহী চেপে থাকলে মোটরবাইকের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি করা যাবে না।

নতুন এই নিয়ম নয় মাস থেকে চার বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

Advertisements