বিনামূল্যে বুস্টার ডোজ, এই দিন থেকে পাবেন ১৮ ঊর্ধ্বরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ সামলে যখন সম্প্রতি জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে সেই সময়ে আবার এই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হয়েছে আতঙ্ক।

Advertisements

চিকিৎসক এবং বিশেষজ্ঞরা এই মুহূর্তে প্রতিটি মানুষকে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ি থেকে বের হলে ফেস মাস্ক পরা, নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্যানিটাইজার ব্যবহার করা, দূরত্ব বিধি মেনে চলা ইত্যাদি। এর পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেওয়ার জন্য।

Advertisements

করোনার এই ঊর্ধ্বমুখী মুহূর্তেই এবার কেন্দ্রের তরফ থেকে বুস্টার ডোজ নিয়ে নতুন ঘোষণা করা হলো। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে আজাদী কা অমৃতকাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন সম্পূর্ণ বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে।

Advertisements

গত ১০ এপ্রিল থেকে দেশে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ডোজের মতো বিনামূল্যে দেওয়া হবে না বলেই জানানো হয়েছিল। অনুমোদিত বিভিন্ন ক্লিনিক থেকে এই বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছিল। তবে এরপরেই দেখা যায় এই বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে বহু মানুষের মধ্যে অনিহা রয়েছে।

বুস্টার ডোজ নিয়ে অনীহার মুহূর্তে যখন দেশের বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে সেই সময় এই ডোজ বিনামূল্যে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিল কেন্দ্র বলে মনে করা হচ্ছে। এর আগে ৬০ ঊর্ধ্ব এবং প্রথম সারির যোদ্ধারা এই বুস্টার ডোজ পাবেন বলে জানানো হয়েছিল। এখন কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ১৮ ঊর্ধ্বরাও এই বুস্টার ডোজ পাবেন।

Advertisements