নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে ভোটের আগে রান্নার গ্যাস (LPG) নিয়ে বড় ঘোষণা করবে তা এক প্রকার আগাম জানা ছিল। প্রত্যাশিত মতোই বৃহস্পতিবার সেই ঘোষণা করা হলো। আর সেই ঘোষণা অনুযায়ী ৩৬০০ টাকা ভর্তুকি মিলবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে। ভোটের আগে এই ঘোষণা কেন্দ্র সরকারকে বড় মাইলেজ দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি যে ৩৬০০ টাকা ভর্তুকির ঘোষণা করা হয়েছে তা বছরে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডারের হিসাবে। কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে মোট ১২টি রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি দেওয়া হবে। প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র।
রান্নার গ্যাসের দাম যখন দিনের পর দিন উর্ধ্বমুখী হয়ে দাঁড়াচ্ছিল ঠিক সেই সময় গত বছর কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকি দেওয়ার ঘোষণা করে। সাধারণ গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া শুরু হয়। নতুন ঘোষণা অনুযায়ী ৩০০ টাকা করে সিলিন্ডার প্রতি ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা।
আরও পড়ুন ? LPG gas cylinder: কেন গ্যাস সিলিন্ডারের রঙ লাল আর তলায় ছোট ছোট ফুটো থাকে!
কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই যে ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর ৩১ মার্চ। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই মেয়াদ বৃদ্ধি করে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হলো। কেন্দ্র সরকারের এই ঘোষণার ফলে দেশের ১০ কোটির বেশি উপভোক্তা উপকৃত হবেন।
বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকি নিয়ে যে ঘোষণা করা হয়েছে তার ফলে রান্নার গ্যাসের দাম যতই বাড়ুক না কেন এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা ৩০০ টাকা করে ছাড় পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রকল্পের আওতায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।