সুখবর, Driving License ও গাড়ির কাগজপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধি করলো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালের কথা মাথায় রেখে ফের একবার কেন্দ্রের তরফ থেকে Driving License এবং গাড়ির সংক্রান্ত সমস্ত কাগজপত্রের বৈধতার মেয়াদ বাড়ানো হলো। এর আগেও একাধিকবার কেন্দ্রের তরফ থেকে এই সকল দরকারী কাগজপত্রের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে যখন দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ ঠিক সেইসময় একই পথে হাঁটলো কেন্দ্র।

Advertisements

Advertisements

কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে শুক্রবার একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির অন্যান্য কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ নথির বৈধতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ২০২০ সালের ১লা ফেব্রুয়ারি থেকে২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত যে সকল গাড়ির কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লকডাউন এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩০ শে জুন ২০২১ পর্যন্ত সেই সকল কাগজপত্র বৈধ বলে বিবেচনা করা হবে।

Advertisements

তবে মেয়াদ উত্তীর্ণ গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের বৈধতার মেয়াদ বাড়ানো হলেও কেন্দ্রের তরফ থেকে এই সময়সীমা বৃদ্ধিকে শেষ সুযোগ বলেও আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ যে সকল ব্যক্তিদের ফিটনেস, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং অন্যান্য নথিগুলির মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছে অথবা উত্তীর্ণ হতে চলেছে তাদের ৩০ শে জুন ২০২১ তারিখের মধ্যেই রিনিউ করে নিতে হবে।

[aaroporuntag]
প্রসঙ্গত, কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে একাধিকবার এই সকল কাগজপত্রের বৈধতা বাড়ানো হয়। এর আগেও মন্ত্রকের তরফ থেকে ২০২০ সালের ৩০ মার্চ, ৯ জুন, ২৪ আগস্ট, ২৭ ডিসেম্বর এই ধরনের নির্দেশিকা জারি করেছিল।

Advertisements