নিজস্ব প্রতিবেদন : একাধিক লক্ষ্য নিয়ে এবার রাস্তা থেকে পুরাতন গাড়ি কমানোর লক্ষ্যে নামলো কেন্দ্র। সেই সম্পর্কিত ঘোষণায় উঠে এলো ২০২১-২২ কেন্দ্রীয় বাজেটে। কেন্দ্রীয় বাজেট অধিবেশনের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভলান্টারি ভেহিক্যাল স্ক্রেপিং পলিসির ঘোষণা করলেন।
বাজেটে এই ঘোষণার মধ্য দিয়ে কেন্দ্র সরকারের লক্ষ্যগুলির মধ্যে অন্যতম হলো বায়ু দূষণ কমানো এবং গাড়িতে কম জ্বালানির ব্যবহার। এই প্রকল্প অনুযায়ী বাণিজ্যিক গাড়ির ফিটনেস টেস্ট হবে ১৫ বছর পর এবং ব্যক্তিগত গাড়ির ফিটনেস টেস্ট করা হবে ২০ বছর পর। লক্ষ্যমাত্রা পূরণ হলে বায়ুদূষণ কমার পাশাপাশি ভারতকে বেশি তেল আমদানি করতে হবে না।
বিশ্বের বহু দেশে এই নীতির প্রচলন থাকলেও ভারতে তা ছিল না। যে কারণে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বারংবার কেন্দ্রকে এই নিয়ম চালু করার জন্য আবেদন জানাচ্ছিল। আর সেই সকল আবেদনের ভিত্তিতে কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিন এই প্রকল্পের ঘোষণার সাথে সাথেই অটো স্টকগুলির মূল্য বৃদ্ধি পায়। তবে এই প্রকল্প সম্পর্কে আরও খুঁটিনাটি পরে কেন্দ্রের তরফ থেকে জানানো হবে বলে এদিন জানান অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, গত সপ্তাহেই কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি ঘোষণা করেছিলেন ১লা এপ্রিল থেকে প্রতিটি সরকারি দপ্তর এবং রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে ১৫ বছরের বেশি পুরাতন গাড়ি ব্যবহার করা যাবে না। সেই জন্য খুব শিগগিরই নোটিশ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন। আর এই প্রস্তাবেও অনুমোদন দিলো কেন্দ্র সরকার বলে মনে করা হচ্ছে।