ভোজ্য তেলের দাম অনেকটাই কমতে চলেছে, কেন্দ্রের নয়া নির্দেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডলারের তুলনায় টাকার দাম গুরমুরিয়ে পড়তে থাকার কারণে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতিতে নাজেহাল অবস্থা দেশের। এরপর আবার সম্প্রতি জিএসটি কাউন্সিল চাল, আটা, মুড়ি সহ বিভিন্ন প্যাকেটজাত খাদ্যদ্রব্যের উপর জিএসটি বসিয়েছে। পাশাপাশি সম্প্রতি নতুন করে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম।

Advertisements

তবে এসবের মাঝেই এবার কেন্দ্র সরকার দেশের মানুষদের স্বস্তি দিতে একটি নতুন পদক্ষেপে নিল। কেন্দ্রের এই নতুন পদক্ষেপ হলো ভোজ্য তেলের দাম কমানোর জন্য। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক দেশের প্রতিটি ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে লিটার প্রতি ভোজ্য তেলের দাম ১০ টাকা কমানোর জন্য। এই দাম কমানোর বিষয়টি প্রতিটি ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে এক সপ্তাহের মধ্যে কমাতে হবে।

Advertisements

এছাড়াও কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোজ্য তেলের এই দাম যেন দেশের প্রতিটি কোনায় একই রাখা হয়। এর আগে গত মাসে এই সকল ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলি রিটার প্রতি ১০ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ছিল। কত মাসে দাম কমানোর পর ফের এই দাম কমানোর নির্দেশ দেওয়ার পিছনে কি কারণ রয়েছে।

Advertisements

গত মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেকটাই কমে ছিল। সেই কারণে ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাগুলি ভোজ্য তেলের দাম কমায়। তবে এবার নতুন করে আন্তর্জাতিক বাজারে এই ভোজ্য তেলের দাম অনেকটাই কমেছে। যে কারণে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফ থেকে এই ধরনের তেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

ভোজ্য তেলের দাম কমানোর পাশাপাশি জানা যাচ্ছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক দেশের প্রতিটি ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাকে তাদের একই ব্র্যান্ডের তেলের দাম একই রাখার কথা বলেছে দেশের সব জায়গায়। আগে একই তেলের দাম দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম হতে দেখা গিয়েছে।

Advertisements