অত্যাবশ্যকীয় দ্রব্য ছাড়া অনলাইন ডেলিভারি নয়, ই-কমার্স নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা স্থিতি এখনো আয়ত্তে আসেনি। প্রতিদিনই বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এমত অবস্থায় ২১ দিনের প্রথম দফা লকডাউনের পর সেই লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয় মে মাসের ৩ তারিখ পর্যন্ত। আর এই লকডাউনের মেয়াদ বাড়ানোর পর গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বেশকিছু নির্দেশিকা জারি করা হয় জনগণের জন্য। যে নির্দেশিকাতে বলা হয়েছিল আগামী ২০ই এপ্রিলের পর ফ্লিপকার্ট, অ্যামাজনের মত ই-কমার্সের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েক জায়গায় ছাড় দেওয়া হবে।

Advertisements

Advertisements

কিন্তু সেই নির্দেশিকাকে বদল করে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আরও একটি নির্দেশিকা জারি করা হল এই ই-কমার্স সম্পর্কিত। যে নির্দেশিকা অনুসারে অত্যাবশ্যকীয় পণ্য বাদে ই-কমার্সের কাজে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। নির্দেশিকাতে এটাও স্পষ্ট করে জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি অথবা ডেলিভারির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। অর্থাৎ অনেকেই যেটা ভেবেছিলেন যে আগামী ২০ তারিখের পর থেকে বাড়িতে বসেই বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন নানান অনলাইন সংস্থায় সেই জায়গায় বাঁধ দিলো কেন্দ্র।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে আগে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সে নির্দেশিকা প্রত্যাহার করে রবিবারই নয়া নির্দেশিকা জারি করা হয়। আর এই নতুন নির্দেশিকা অনুসারে যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে তা বজায় থাকবে আগামী ৩ রা মে পর্যন্ত। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে এও জানানো হয়েছে, ই-কমার্সের কাজে ব্যবহৃত যানবাহনের জন্য নতুন করে অনুমতি নিতে হবে প্রশাসনের কাছে।

Advertisements