নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারীরা অবসর গ্রহণ করার পর তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয় পেনশন ব্যবস্থাকে চালু করার জন্য। আর অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই কাগজপত্র দেওয়া নেওয়া এবং অন্যান্য তথ্য পূরণের জন্য অবসর গ্রহণ করার দীর্ঘদিন পর্যন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশনের সুযোগ পান না। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এই জায়গায় বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা নিশ্চিতভাবে উপকৃত হবেন।
Ministry of Personnel and Public Grievance আওতায় থাকা Department of Pension and Pensioners কেন্দ্রের সমস্ত মন্ত্রককে একটি নির্দেশিকা দিয়েছে। যাতে বলা হয়েছে, সময় মত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বুঝিয়ে দিতে হবে। এটি নিয়ে কোনোরকম গরিমসি করা যাবে না। অর্থাৎ এই ঘোষণার পর অবসর নেওয়ার সাথে সাথেই পেনশনের কাগজপত্র হাতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রের যেসকল দপ্তর রয়েছে সে সকল দপ্তরের প্রধান দেরই অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাওনাগন্ডা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। আর এই বিষয়টি নিয়ে নজরদারি করা হবে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি জানা যাচ্ছে কোথাও কোনো রকম গরিমসির ঘটনা সামনে এলে ওই দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিভাবে অবসর গ্রহণের সাথে সাথেই মিলতে পারে পেনশন?
[aaroporuntag]
এবিষয়ে Ministry of Personnel and Public Grievance এর তরফ থেকে জানানো হয়েছে, যেসকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে সময় অবসর নেবেন ঠিক তার একবছর আগে থেকে দপ্তরকে তার কাগজপত্র এবং অন্যান্য নথি যাচাই করার কাজ শুরু করে দিতে হবে। আর এক বছর আগে থেকেই কাজ শুরু করে দেওয়া হলে ওই কর্মী অবসর নেওয়ার সাথে সাথেই হাতে গরম পেনশনের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। আর এমনটা সম্ভব হলে নিজের প্রাপ্য পেনশন নিয়ে অবসরপ্রাপ্ত কর্মীদের হয়রানি এবং দুশ্চিন্তা এক নিমেষে দূর হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।