New Medical Colleges: দেশজুড়ে তৈরি হবে আরও ৬০ টি মেডিকেল কলেজ, অনুমোদন দিল কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Medical College: দেশজুড়ে তৈরি হবে আরও ৬০ টি মেডিকেল কলেজ, অনুমোদন দিল কেন্দ্র। সম্প্রতি কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে ঘটে গেছে এক নৃশংস ঘটনা। এই ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তারপরও আগামী দিনের মেডিকেল শিক্ষার্থীদের জন্য খুশির খবর নিয়ে এলো কেন্দ্র। ৬০ টি নতুন মেডিকেল কলেজ (New Medical Colleges) তৈরি করার অনুমোদন দিল কেন্দ্র। এর ফলে মেডিকেল শিক্ষার প্রসার আরো ব্যাপক হারে হবে। আরো বহু সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে। তৈরি হবে আরো বেশি সংখ্যক চিকিৎসক।

Advertisements

এই ঘোষণার সাথে সাথে দেশ জুড়ে মেডিকেল কলেজের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে চলেছে। সমীক্ষা বলছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত মেডিকেল কলেজের সংখ্যা ছিল মোট ৭০৬ টি। এর সাথে নতুন ৬০ টি মেডিকেল কলেজ (New Medical Colleges) যুক্ত হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াবে ৭৬৬ টি। এরমধ্যে ৪২৩ টি সরকারি এবং ৩৪৩ টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। ২০১৩-১৪ সালের তুলনায় মেডিকেল কলেজ তৈরির পরিমাণ প্রায় ৯৮% বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ সালে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র ৩৮৭ টি।

Advertisements

মেডিকেল কলেজের (New Medical Colleges) সংখ্যা বাড়ছে মানেই মেডিকেলে আসন সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে আসন সংখ্যা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের আসন সংখ্যা ছিল ১,০৮,৯৪০ টি বর্তমানে তা বেড়ে হয়েছে ১,১৫,৮১২টি। বৃদ্ধি পেয়েছে পোস্ট গ্রাজুয়েশন মেডিকেলের আসন সংখ্যাও। আগে এই বিভাগের আসন সংখ্যা ছিল ৬৯,০২৪ টি। বর্তমানে আসন সংখ্যা বেড়ে হয়েছে ৭৩,১১১ টি। ১০ বছরের হিসেবে এই বৃদ্ধির হার বেশ চোখে পড়ার মতন।

Advertisements

আরো পড়ুন: স্বপ্নের চাকরির সুযোগ ডিআরডিও-তে, স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত, মাসিক বেতন ৬৭ হাজার টাকা পর্যন্ত

২০২৩ সালেও নতুন ৫০ টি মেডিকেল কলেজ তৈরি করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই ৫০টি মেডিকেল কলেজের মধ্যে দুটি মেডিকেল কলেজ তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। একটি তৈরি হবে কলকাতা সেক্টর ফাইভ এলাকায়। অপরটি তৈরি হবে নদীয়ার চাকদা এলাকায়। গত বছর জুন মাসেই এই ঘোষণা করা হয়েছিল। এরপর আবারও প্রায় দেড় বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আরো নতুন ৬০ টি মেডিকেল কলেজ (New Medical Colleges) তৈরি করার অনুমোদন দিল কেন্দ্র। কিন্তু কোথায় কতগুলি কলেজ তৈরি হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

তবে তথ্যসূত্রে জানা গেছে, নতুন যে মেডিকেল কলেজগুলির (New Medical Colleges) অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলিতে আরো ১৫০ টি করে আসন সংখ্যা থাকবে। অর্থাৎ আমাদের রাজ্যে যে দুটি নতুন মেডিকেল কলেজ হতে চলেছে তাতে রাজ্যে মেডিকেলের আসন সংখ্যা আরো ৩০০ টি বাড়তে চলেছে। এছাড়াও অন্ধপ্রদেশ, গুজরাট, আসাম, নাগাল্যান্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, কর্নাটক, ওড়িষ্যা ইত্যাদি রাজ্যে মেডিকেল কলেজ তৈরি করা হবে। সবথেকে বেশি সংখ্যক মেডিকেল কলেজের অনুমোদন পেয়েছে তেলেঙ্গানা। মোট ১৩ টি কলেজ তৈরি হবে সেখানে।

Advertisements