নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বড় সুখবর দেওয়া হল। কেন্দ্রের তরফ থেকে এই সকল কর্মচারীদের জন্য বাড়ানো হলো মহার্ঘ ভাতা। দ্বিগুণ বৃদ্ধি করা হচ্ছে মহার্ঘ ভাতা। শুক্রবার দেশের কেন্দ্রীয় শ্রমিকদের এই সুখবর জানানো হয় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে।
বর্তমান দীর্ঘ দু’বছর ধরে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন শ্রমিকরা। কারণ এই ভয়ঙ্কর পরিস্থিতির সরাসরি প্রভাব ফেলেছে অর্থনীতির উপর। তবে কর্মচারীদের চিন্তাকে অবশেষে দূর করে এই সুখবর দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে।
প্রতিমাসের হিসেব অনুযায়ী Variable Dearness Allowance ১০৫ টাকা থেকে করা হয়েছে ২১০ টাকা। আর এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। রেল, খনি, তৈলক্ষেত্র, বন্দরসহ কেন্দ্রের অধীনস্ত যেকোন প্রতিষ্ঠানের অস্থায়ী ও ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে।
केंद्र सरकार, रेलवे प्रशासन, खानों, तेल क्षेत्रों, प्रमुख बंदरगाहों या केंद्र सरकार द्वारा स्थापित किसी भी निगम के तहत प्रतिष्ठानों में विभिन्न अनुसूचित रोजगार में लगे श्रमिकों के लिए वैरिएबल महंगाई भत्ते को बढ़ा दिया गया है – @santoshgangwar @PIB_India @MIB_India @DDNewslive pic.twitter.com/6WGikGPWVh
— Ministry of Labour (@LabourMinistry) May 21, 2021
[aaroporuntag]
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে তাদের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় দেড় কোটি অস্থায়ী ও ঠিকাকর্মী উপকৃত হবেন। কেন্দ্রের তরফ থেকে এটাও জানানো হয়েছে নতুন এই নিয়ম কার্যকর করা হবে পয়লা এপ্রিল থেকে।