নিজস্ব প্রতিবেদন : এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এই পরিষেবার জন্য গাড়ির ক্ষেত্রে ন্যাশনাল পারমিট অথবা অন্য পারমিট প্রয়োজন হয়ে থাকে। তবে এবার এই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক নতুন একটি রেজিস্ট্রেশন সিরিজ নিয়ে এলো। যে সিরিজের ফলে আরও সহজ হবে ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাতায়াত।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক শনিবার এই নতুন রেজিস্ট্রেশন মার্ক পেস করে। এই রেজিস্ট্রেশন মার্কের নাম দেওয়া হয়েছে ‘ভারত শৃঙ্খলা’ (BH)। তবে এই সুবিধা সকলের জন্য আপাতত নয় বলেই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তাদের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সুবিধা আপাতত পাবেন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মী, প্রতিরক্ষা কর্মী, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা যাদের ৪ বা ততোধিক রাজ্যে শাখা রয়েছে তারাই।
এযাবত যে নিয়ম রয়েছে অর্থাৎ ১৯৮৮-র ৪৭ নম্বর ধারা অনুযায়ী অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক বছরের জন্য গাড়ির নতুন রেজিস্ট্রেশন করাতে হয়। এই রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বোচ্চ এক বছর। সেই নিয়ম এবার বদলাচ্ছে। স্বাভাবিকভাবেই নতুন এই নিয়ম বহু মানুষকেই স্বস্তি দেবে। নতুন এই নিয়ম অনুযায়ী যে সকল গাড়ি নতুন এই রেজিস্ট্রেশন সিরিজ পাওয়ার অধিকারী হবে তাদের ক্ষেত্রে আলাদা করে রেজিস্ট্রেশন করার মতো ঝক্কি বহন করতে হবে না।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে যানবাহন সম্পর্কিত একাধিক আইনের পরিবর্তন আনতে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক নিয়ম বদলের পাশাপাশি বেশকিছু নতুন নিয়ম সংযুক্ত করা হচ্ছে। আর এই সকল রদবদল সাধারণ মানুষ থেকে পরিবেশের জন্য সুবিধাজনক হবে বলেই দাবি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।