Waiting List of Vande Bharat: থাকবে না ওয়েটিং লিস্ট! বন্দে ভারত নিয়ে নয়া পরিকল্পনা! কী কী ভাবছে কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

The Central Govt is coming up with a new plan to avoid being on the waiting list in Vande Bharat: আর কিছুদিনের মধ্যে সারা ভারত জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা ভোট। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এই সপ্তাহতেই অনুষ্ঠিত হবে লোকসভার প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। কোচবিহার আলিপুরদুয়ার এবং আসানসোলে ১৯ শে এপ্রিল ২০২৪ লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণ করা হবে। ১৯.০৪.২০২৪ থেকে ০১.০৬.২০২৪ অব্দি মোট ৭ দফায় লোকসভা ভোটের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ৪.৬.২০২৪ এ লোকসভা ভোটের ফল ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। ভোটের আগেই রেল (Waiting List of Vande Bharat) সংক্রান্ত বেশ কিছু ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।

Advertisements

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধি দের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ভারতীয় কেন্দ্র সরকারের বর্তমান শাসক দল বিজেপি সরকার দাবি করেছেন এইবার লোকসভা ভোটে তারা 400 বেশি আসন গ্রহণ করতে পারবেন এইবার লোকসভা ভোটে জয়লাভ করতে পারলেই টানা পরপর তিনবার বিজেপি সরকার কেন্দ্রের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারবে। নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করতে পারবেন তাই জয় লাভের চেষ্টায় কোন ত্রুটি রাখতে চাইছেন না তিনি।

Advertisements

ভোট মানেই তো প্রতিশ্রুতি। প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের জয় নিশ্চিত করতে বিভিন্ন রকম প্রকল্পের ঘোষণা করছেন। পিছিয়ে নেই বিজেপিও। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে রেল নিয়ে অনেকগুলি নতুন প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছে। চালু হতে চলেছে নতুন অনেকগুলি ট্রেন। এছাড়াও বন্দে ভারত (Waiting List of Vande Bharat) এবং বুলেট এক্সপ্রেস নিয়ে আকর্ষণীয় ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ৩১০০০ নতুন রেলপথ চালু করা হবে ভারতবর্ষে। এছাড়া প্রতিবছর নতুন ৫০০০ টি ট্র্যাক তৈরি করার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

আরও পড়ুন ? Summer Special Vande Bharat Express: গরমে কষ্টের দিন শেষ! এবার রেল চালাবে সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস

অনেক দূরের পথ অতিক্রম করার জন্য এখনো বহু মানুষ রেলপথকেই ভরসা করেন। রেলপথে যাত্রা যেমন সুরক্ষিত তেমনই খরচও অনেকটাই কম। কিন্তু অনেক ক্ষেত্রে টিকিট কাটার বিষয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। যাত্রা করার নির্দিষ্ট দিনের অনেক আগে থেকেই টিকিট কেটে রাখতে হয়। এছাড়াও রয়েছে ওয়েটিং লিস্টের সমস্যা। টিকিট কাটার সাথে সাথেই যে টিকিট কনফার্ম হবে তার কোন মানে নেই। ওয়েটিং লিস্টে পড়ে থাকে বহুদিন। শেষমেষ সেই টিকিট কনফার্ম হবে কিনা তা নিয়ে রীতিমতো চিন্তায় থাকেন যাত্রীরা। কেন্দ্রীয় সরকার বলেছে, ২০৩০ সালের মধ্যে আরও অনেক গুলি রেল পরিষেবা চালু করা হবে যার ফলে ওয়েটিং লিস্টের (Waiting List of Vande Bharat) ঝামেলা অনেকটাই কমে যাবে বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার।

বন্দে ভারত এক্সপ্রেস (Waiting List of Vande Bharat) নিয়েও বিশেষ কিছু ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ঘোষণা করা হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস তিনটি লেয়ারে চালু করা হবে। চেয়ার কার ও স্লিপার ছাড়াও বন্দে ভারতের মেট্রো রেলপথ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে শুধু রেললাইন বা রেল পরিষেবা নিয়ে নয় রেলস্টেশনগুলোকেও বিশ্বমানের করে তোলার প্রতিশ্রুতি করেছে বিজেপি সরকার। খুব শীঘ্রই বুলেট ট্রেন চালু করার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্রীয় রেল দপ্তর।

Advertisements