Decrease Petrol Diesel Price: দাম কমবে পেট্রোল-ডিজেলের! নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, হাসি ফুটবে আমজনতার মুখে

Prosun Kanti Das

Published on:

The Central Govt is taking new steps to Decrease the price of Petrol Diesel: সময় হয়ে গেছে ভারতীয় অর্থনীতিতে নতুন বাজেট পেশ করার। সম্প্রতি প্রায় ২ মাস ব্যাপী ৭ দফায় আয়োজিত হয়েছিল লোকসভা ভোট। আবারও জয়লাভ করেছে এনডিএ জোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে তিনি ১ টি আংশিক বাজেট পেশ করেছিলেন। সাধারণ মানুষের জন্য একাধিক সুযোগ সুবিধার কথা উঠে এসেছিল সেই বাজেটে। লোকসভা ভোটে জয়লাভ করার পর তিনি যে সেই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবেন তেমন আশাই করছে ভারতবাসী। নতুন বাজেট অনুযায়ী, পেট্রোল ডিজেলের দাম কমতে পারে (Decrease Petrol Diesel Price)।

আরো একবার অর্থমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নির্মলা সীতারামান। ফেব্রুয়ারি মাসে আংশিক বাজেট পেশ করার পর, এবার পালা পূর্ণাঙ্গ বাজেট পেশ করার। জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন এই বাজেটে সাধারণের সুবিধার্থে একাধিক পরিকল্পনা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পেট্রোল ডিজেলের দাম কমানো (Decrease Petrol Diesel Price)। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বেড়ে চলা পেট্রোল ও ডিজেলের দাম একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যার সমাধানে সক্রিয় উদ্যোগ নিতে পারে কেন্দ্রীয় সরকার।

বিশিষ্ট রাজনীতিবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষার দিকেই নজর দেবে। লোকসভা ভোটের আগে যা যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল, ভোটে জয়লাভ করার পর সেই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। দেশের সবথেকে বড় ২ টো সমস্যা কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য বৃদ্ধি। ২ টি সমস্যারই সমাধানের উপায় থাকবে নতুন বাজেটে। জ্বালানি তেলসহ, খাদ্যদ্রব্য, বস্ত্র বিভিন্ন বিষয়ের দাম কমানোর (Decrease Petrol Diesel Price) দিকে নজর দিতে পারে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দিকেও নজর দেবে কেন্দ্র।

আরও পড়ুন 👉 Petrol Diesel Price Decreased: হুস করে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম, কর কমিয়ে আমজনতাকে স্বস্তি দিল এই রাজ্য!

সম্প্রতি একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজস্ব সচিব এবং সিআইআই প্রেসিডেন্ট। তথ্যসূত্রে জানা গেছে, সেই বৈঠকে আলোচনা হয়েছে জ্বালানি তেলের শুল্ক কমানোর বিষয়ে। সারা ভারত জুড়ে অপরিষোধিত জ্বালানি তেলের দাম কমতে চলেছে ৪০ শতাংশ। কিন্তু পরিষোধিত তেলের ক্ষেত্রে শুধুমাত্র দিল্লিতেই তেলের দাম কমানো হয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ নতুন পূর্ণাঙ্গ বাজেটে পেট্রোল ডিজেলের দাম কমার (Decrease Petrol Diesel Price) বিষয়ে উল্লেখ থাকবে তা নিশ্চিত হওয়া যায়। এছাড়াও বৈঠকে আলোচনা করা হয়েছে কর ছাড়ের বিষয়েও। যে সমস্ত ব্যক্তির বার্ষিক আয় ২০ লক্ষ্যের নিচে, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু কর ছাড়ের কথাও বলা হয়েছে বৈঠকে।

ভারতের বেকার যুবক যুবতীদের মধ্যে কর্মসংস্থান সব সময়ের জন্য ১ টি বড় সমস্যা হয়ে থেকেছে। বারবার বিভিন্নভাবে এই বিষয় নিয়ে সরব হয়েছেন দেশবাসী। তাই এবারের বাজেটে পেট্রোল ডিজেলের দাম কমানোর (Decrease Petrol Diesel Price) পাশাপাশি কর্মসংস্থান সম্পর্কিত আলোচনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে গঠনমূলক কর্মক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হবে। খেলনা, আসবাব, বস্ত্রের মতন বিভিন্ন বিভাগকে যুক্ত করা হবে প্রোডাকশন লিংক্ড ইন্সেন্টিভ প্রকল্পের আওতায়। এছাড়াও পর্যটন শিল্পের উপর গুরুত্ব দিতে পারে কেন্দ্র। পর্যটন শিল্প সব সময়ের জন্যই ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করে এসেছে। তাই কর্মসংস্থানের জন্য এই বিভাগ টিকেই বেছে নিতে পারে কেন্দ্রীয় সরকার।