১৫ই অক্টোবর খুলছে সিনেমা হল, ২৪ দফা বিধিনিষেধ জারি করলো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জারি হয় লকডাউন। আর সেই লকডাউন থেকে ধীরে ধীরে দেশকে আনলক করার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্র সরকার। আনলক পর্যায়গুলিতে কেন্দ্র সরকারের তরফ থেকে বেশির ভাগ ক্ষেত্র পুনরায় খোলার ক্ষেত্রে অনুমোদন দেওয়ার পর অক্টোবর মাসে সিনেমা হল খোলার অনুমোদন দেয়। সেই অনুমোদন অনুযায়ী আগামী ১৫ অক্টোবর থেকে দেশজুড়ে খুলবে সিনেমা হলগুলি।

Advertisements

Advertisements

তবে এই সিনেমা হলগুলি পুনরায় খোলার আগে মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো। এই নির্দেশিকার মধ্যে রয়েছে ২৪ দফা বিধিনিষেধ। সিনেমা হল খোলার ক্ষেত্রে হল কর্তৃপক্ষ এবং দর্শক সব পক্ষকেই ২৪ দফা বিধিনিষেধ মেনে চলতে হবে।

Advertisements

১) ৫০ শতাংশের বেশি দর্শক নিয়ে খোলা যাবে না সিনেমা হল।

২) হলের মধ্যে বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

৩) যেসকল আসনগুলিতে দর্শকদের বসা বারণ সেগুলি মার্ক করে দিতে হবে কর্তৃপক্ষকে।

৪) হলে হ্যান্ডওয়াশ অথবা হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক।

৫) সকলকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

৬) সিনেমা হলগুলিতে থার্মাল স্ক্রীনিংয়ের ব্যবস্থা রাখতে হবে এবং উপসর্গহীন ব্যক্তিরাই হলে প্রবেশ করতে পারবেন।

৭) টিকিটের দাম মেটানোর জন্য ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে।

৮) সিনেমা হলের প্রতিটি জায়গা প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত রাখতে হবে।

৯) টিকিট কাউন্টারের সংখ্যা পর্যাপ্ত রাখতে হবে যাতে করে কোনো ভাবেই ভিড় সৃষ্টি না হয়।

১০) বিরতির সময় দর্শকদের চলাফেরা ও গতিবিধির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।

১১) টিকিট কাউন্টার এবং প্রেক্ষাগৃহের ভিতর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মার্কিং করার ব্যবস্থা করতে হবে।

১২) টিকিট কাটার ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং এবং দিনভর টিকিট কাউন্টার খুলে রাখার ব্যবস্থা করতে হবে ভিড় এড়ানোর জন্য।

১৩) কোনভাবেই থুতু ফেলা যাবে না।

১৪) হলের মধ্যে কেবলমাত্র প্যাকেটজাত খাদ্য সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে।

১৫) খাবারের দোকানে যাতে না হয় তার জন্য একাধিক খাবারের দোকান ও পানীয় জলের স্টল রাখতে হবে।

১৬) মাস্ক, পিপিই, গালভস সিনেমাহলের কর্মীদের জন্য বাধ্যতামূলক।

১৭) কনট্যাক্ট ট্রেসিং দর্শকদের মোবাইল নম্বর রাখা হবে।

১৮) হলের মধ্যে এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখা বাধ্যতামূলক।

এছাড়াও এই নির্দেশিকায় আরও ৬টি স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণার কথা বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই সকল প্রতিটি বিধি-নিষেধ সিনেমা হল কর্তৃপক্ষ থেকে দর্শকদের মেনে চলা বাধ্যতামূলক

Advertisements