এবার রেশনে দেওয়া হবে এই ধরনের চাল, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেশন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। এই রেশন ব্যবস্থার ফলে দেশের কোটি কোটি মানুষের অন্য সংস্থান হয়ে থাকে। বিশেষ করে করোনাকালে যখন দেশের বড় অংশের মানুষ রোজগার হারিয়েছিলেন সেই সময় এই রেশন ব্যবস্থা আলাদাভাবে গুরুত্ব পায়।

Advertisements

করোনাকালে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়। বিনামূল্যে এ রেশন সামগ্রী যাওয়ার ফলে দেশের দুঃস্থ দরিদ্র মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এবার এই দুষ্ট দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রের এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশনে দেওয়া চালের ক্ষেত্রে।

Advertisements

রেশনে এবার সেই ধরনের চাল দেওয়া হবে, যে চাল দেওয়া হয়ে থাকে মিড ডে মিলের খাবারের ক্ষেত্রে। অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এবার রেশনে চাল দেওয়া হবে ফর্টিফায়েড রাইস বা বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ চাল। আগামী বছরের গোড়া থেকেই এই চাল দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার। তবে এই বিশেষ ধরনের চাল সবাই পাবেন না বলেও জানা যাচ্ছে।

Advertisements

কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানা যাচ্ছে এই বিশেষ ধরনের পুষ্টিকর চাল পাবেন শুধুমাত্র অন্ত্যোদয় অন্ন যোজনা, অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের গ্রাহকরা। তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই ধরনের গ্রাহকের সংখ্যা নেহাত কম নয়। এই রাজ্যে এই ধরনের গ্রাহক সংখ্যা ছয় কোটি এক লক্ষের কিছু বেশি। গোটা দেশের কথা হিসাব করলে এই ধরনের গ্রাহক সংখ্যা ৮০ কোটির বেশি।

এই ধরনের বিশেষ চাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও এই ধরনের ফর্টিফায়েড রাইস বা বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisements