ভর্তুকিতে সস্তায় আটা আর ডাল, সবাই পাবেন! বড় ঘোষণা কেন্দ্রের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের প্রতিটি মানুষেরই ন্যূনতম চাহিদা থাকে খাবার। কেননা খাবার ছাড়া জীবন অতিবাহিত করা সম্ভব নয়। যে কারণে বিশ্বের প্রতিটি দেশের সরকার দেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা পূরণের জন্য সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করে। ভারতেও ভারত সরকারের (Central Government) তরফ থেকে দেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়, তবে এসবের মধ্যেই এবার এমন পদক্ষেপ নেওয়া হল যা শুনলে আপনি আনন্দে লাফাবেন।

এবার দেশের প্রতিটি নাগরিকদের সস্তায় আটা এবং ডাল দেওয়ার জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে সোমবার ভারত আটা (Bharat Atta) এবং ভারত ডাল (Bharat Dal) প্রকল্পের উদ্বোধন করা হলো। কেন্দ্র সরকারের উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জন বন্টন মন্ত্রী পীযুষ গোয়েল এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমেই দেশের কোনায় কোনায় সস্তায় আটা এবং ডাল পৌঁছে দেওয়া হবে।

এমনিতে বাজারে যে সকল আটা পাওয়া যায় সেই সকল আটা যদি ব্র্যান্ডেড কোম্পানির নেওয়া হয় তাহলে প্রতি কিলো ৩৫ থেকে ৪০ টাকার খরচ হয়। এর থেকে সস্তায় আটা খুঁজলে বড়জোর ৩২ টাকায় মিলতে পারে। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে ভারত আটা (Bharat Atta) প্রকল্পের উদ্বোধন করা হল তাতে দেশের যেকোনো নাগরিক ২৭.৫০ টাকায় প্রতি কিলো আটা পেতে পারেন।

একইভাবে ডালের ক্ষেত্রেও ভারত ডাল (Bharat Dal) প্রকল্পের মধ্য দিয়ে অনেক সস্তায় ডাল বিক্রি করা হচ্ছে। যদি কেউ খুচরো দরে ভারত ডাল নিয়ে থাকেন তাহলে তাহলে তাকে প্রতি কিলোর জন্য ৬০ টাকা খরচ করতে হবে। আবার যদি কেউ ৩০ কিলো নিয়ে থাকেন তাহলে তাকে প্রতি কিলো ৫৫ টাকা খরচ করতে হবে। বাজারের তুলনায় ২০ শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে ভারত ডাল।

কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দেশের কোনায় কোনায় ভারত আটা পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে ৮০০টি ভ্যান ঘুরে বেড়াবে। এছাড়াও সরকার কেন্দ্রীয় ভান্ডার, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (এনএএফইডি) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) সারাদেশে সস্তায় আটা এবং ডাল সরবরাহ করবে।