বন্ধ হয়ে যাবে কেবল টিভি! বেড়ে যাবে টিভি দেখার খরচ! হয়ে গেল বড় ঘোষণা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দিন দিন প্রযুক্তিগত দিক দিয়ে টিভি (TV) থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিনোদনের ক্ষেত্রে আসছে বৈপ্লবিক পরিবর্তন। এই সকল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দিন দিন কেবল টিভির (Cable TV) জায়গা নিয়ে নিচ্ছে নানান ধরনের D2H পরিষেবা। এছাড়াও বর্তমানে স্মার্ট টিভিতেও ইন্টারনেটের মাধ্যমে চলছে নানান ধরনের ওটিটি প্লাটফর্ম।

Advertisements

এমন সব পরিস্থিতিতে যখন কেবল টিভি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অবস্থা সংকটজনক সেই সময় আবার জল্পনা তৈরি হলো পুরোপুরি কেবল টিভি বন্ধ হয়ে যাওয়া নিয়ে। এই আর তৈরি করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এমন জল্পনা তৈরি হওয়ার পাশাপাশি টিভি দেখার খরচও অনেক বেড়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার চাইছে কেবল টিভি বন্ধ করে দিতে। কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, কেবল টিভি বন্ধ করে দিলে এত এত ছেলেমেয়েদের কি হবে? এর পাশাপাশি তিনি বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, ‘অল কেবল নেটওয়ার্ক ইজ ক্লোসড’।

Advertisements

২০২২ সালের ৩০ নভেম্বর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যে নির্দেশিকায় বলা হয়েছিল, মাল্টি সিস্টেম অপারেটররা যে সকল স্থানীয় চ্যানেল চালাচ্ছেন সেগুলিকে প্ল্যাটফর্ম সার্ভিস চ্যানেলের আওতায় আনতে হবে। এই নির্দেশিকা অনুসারে স্থানীয় চ্যানেলগুলিকে প্ল্যাটফর্ম সার্ভিসের আওতায় আনতে হলে তাদের রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। নির্দেশিকাই বলা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পোর্টালে ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ওই নির্দেশিকরায় বলা হয়েছে রেজিস্ট্রেশন করা না হলে ওই সকল টিভি চ্যানেল আর দেখানো যাবে না। এমন ঘটনার পরিপ্রেক্ষিতেই টিভি দেখার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি রেজিস্ট্রেশন না হলে আগামী দিনে ওই সকল কেবল টিভি বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা করছেন এই ধরনের কেবল টিভির ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

Advertisements