২৫ দিনে বন্দে ভারতে রেলের আয় আকাশছোঁয়া! বেতন হবে ২০০০ কর্মীর

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় রেল (Indian Railways) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই ট্রেনটি। এই ট্রেনটি এখন প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছেই স্বপ্নের এক ট্রেন। সবার মধ্যেই যেন এই ট্রেনে চড়ার একবার ইচ্ছে থাকে। যদিও টিকিটের দাম অনেক বেশি হওয়ায় সেই ইচ্ছে সবার পক্ষে পূরণ করা সম্ভব হয় না।

তবে টিকিটের দাম অনেক বেশি হলেও এই ট্রেনটি এখন প্রতিটি ভারতীয়দের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই গর্বকে আরও বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক পাওয়া একটি রিপোর্টে। যে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিন দিন রাজকীয় এই ট্রেনের টিকিটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সেই চাহিদা থেকে রেলের আয় হচ্ছে আকাশছোঁয়া। বন্দে ভারতের টিকিটের চাহিদা যত বাড়বে ততই এই ট্রেনটি বিভিন্ন রুটে চালু করার বিষয়ে পদক্ষেপ নেবে রেল এটাই স্বাভাবিক।

বন্দে ভারত এক্সপ্রেসের আয় সম্পর্কে সেন্ট্রাল রেলওয়ের একটি তথ্য সম্প্রতি সামনে এসেছে। আর সেই তথ্য থেকে জানা যাচ্ছে, বন্দে ভারতের টিকিট বিক্রি করে গত ২৫ দিনে ১০ কোটি টাকা আয় হয়েছে রেলের। এই আয় কেবলমাত্র সেন্ট্রাল রেলওয়ের আওতায় চলা বন্দে ভারত এক্সপ্রেসগুলি থেকেই। হিসাব কষলে লক্ষ্য করা যাবে, ২৫ দিনে সেন্ট্রাল রেলওয়ের আওতায় চলা বন্দে ভারত এক্সপ্রেসগুলি যে আয় এনে দিয়েছে রেলকে তাতে ৫০০০০ টাকার বেতনের ২০০০ জন কর্মীর বেতন হয়ে যাবে।

মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে সোলারপুর পর্যন্ত যে বন্দে ভারত ট্রেনটি যাতায়াত করে সেটি থেকে গত ২৫ দিনে আয় হয়েছে ১.৭১ কোটি টাকা। গড়ে ৯৩.৭১ যাত্রী নিয়ে ট্রেনটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছে। অন্যদিকে সোলারপুর থেকে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত যাতায়াত করা ট্রেনটির যাত্রী চাহিদা ব্যাপক। এই ট্রেনটির যাত্রী চাহিদা রয়েছে ১০৫.০৯ শতাংশ। এই ট্রেন থেকে কত ২৫ দিনের রেলের আয় হয়েছে ১.৯৭ কোটি টাকা।

অন্যদিকে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে সিরডি পর্যন্ত যে বন্দে ভারত ট্রেনটি যাতায়াত করে তা থেকে গত ২৫ দিনে আয় হয়েছে ১.৮২ কোটি টাকা। এই ট্রেনটিতে ৮১.৮৮ শতাংশ বুকিং হয়েছে গত ২৫ দিনে। সিরডি থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি থেকে রেলের আয় হয়েছে গত ২৫ দিনে প্রায় একই রকম। অন্যদিকে গোয়া রুটে চলা আপ ও ডাউন বন্দে ভারত দুটি থেকে আয় হয়েছে যথাক্রমে ৭৬.১১ লক্ষ টাকা এবং ৭২.০৪ লক্ষ টাকা। অন্যদিকে এই একই সময়ে বিলাসপুর থেকে নাগপুর আপ ও ডাউন বন্দে ভারত থেকে রেলের আয় হয়েছে ২ কোটি টাকার বেশি। এই ২৫ দিনে সেন্ট্রাল রেলওয়েতে মোট বন্দে ভারতের যাত্রী সংখ্যা ছিল ১.২২ লক্ষ।