প্রকাশিত হলো দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা, প্রথম দশে বাংলার এই সকল বিশ্ববিদ্যালয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাদানের দিক দিয়ে যে সকল বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে তার একটি তালিকা প্রতি বছর প্রকাশ করে হয়ে থাকে। সেই রকমই এই বছরও শুক্রবার এই তালিকা প্রকাশিত হলো। এই তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে সেই তালিকায় বাংলার একাধিক বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

Advertisements

NIRF-এর তরফ থেকে কেন্দ্রীয় যে র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে প্রথম থেকেই চমকও দেখা যাচ্ছে। কারণ এই তালিকায় একাধিক বিতর্কিত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। বিতর্কিত এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। সদ্য প্রকাশিত এই তালিকায় বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

Advertisements

তালিকায় প্রথম স্থান অধিকার করেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। দ্বিতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পঞ্চম স্থানে রয়েছে অমৃতা বিশ্বপীঠ। ষষ্ঠ স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সপ্তম স্থানে রয়েছে মণিপাল অ্যাকাডেমি। অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নবম স্থানে রয়েছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। দশম স্থানে জায়গা করে নিয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। আবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এই তালিকায় ৯৮ নম্বরে জায়গা করেছে। আগে তারা এই তালিকায় ৬৪ নম্বরে ছিল।

Advertisements

অন্যদিকে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির দিক দিয়ে যে সকল বিশ্ববিদ্যালয় এই তালিকায় রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আইআইটি মাদ্রাজ। এই বিশ্ববিদ্যালয় ২০২১ সালেও প্রথম স্থানে ছিল। অন্যদিকে খড়গপুর আইআইটি এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

কলেজগুলির মধ্যে দেশের সেরা কলেজ হলো নয়া দিল্লির মিরান্ডা হাউস। অন্যদিকে এই তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে বাংলার সেন্ট জেভিয়ার্স এবং নবম স্থান অধিকার করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

Advertisements