প্রতীক্ষার অবসান, সুশান্তের মৃত্যুর তদন্ত করবে CBI

Sangita Chowdhury

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৪ই জুন ২০২০, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা রকম প্রশ্নের উদ্ভব হয়েছে মানুষের মনে। কোন কারন ছাড়াই ৩৪ বছরের প্রতিভাবান এই অভিনেতার মৃত্যু বড্ড অস্বাভাবিক ঠেকেছে প্রথম থেকেই। তাই সুশান্তের মৃত্যুর সঙ্গে কখনো জড়িয়েছে নেপোটিজম তত্ত্ব কখনো বা প্রকাশ্যে এসেছে তার ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। কিন্তু যে কারণই উঠে আসুক না কেন মূল তথ্য ছিল এটাই যে সুশান্তের মৃত্যুকে স্বাভাবিক ভাবে কেউই মেনে নিতে পারেননি। সুশান্তের পরিবার থেকে শুরু করে সুশান্তের ভক্তরা, নেটিজেনরা বারংবার দাবি করছেন, এটি কোন আত্মহ’ত্যা নয়, এটি পরিকল্পনা মাফিক খু’ন।

Advertisements

Advertisements

আর সেই কারণে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের জন্য সুশান্তের পরিবার ও ভক্তরা প্রধানমন্ত্রীর দরবার পর্যন্ত ছুটে গেছেন। আর এই লড়াইয়ে তারা পাশে পেয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। দীর্ঘ এক মাসেরও বেশি ‘জাস্টিস ফর সুশান্ত’-এর লড়াইয়ে সিবিআই তদন্তের দাবি করে এক দীর্ঘ লড়াই লড়ে গেছেন। অবশেষে এত ছোটাছুটির ফল মিললো।

Advertisements

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন। গত মঙ্গলবার বিহার সরকার সুশান্তের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের জন্য আর্জি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই প্রসঙ্গে বলেছিলেন, “রাজ্য পুলিশের ডিজি সুশান্তের বাবা কে কে সিং-এর সঙ্গে কথা বলেছেন।সিবিআই তদন্তের জন্য তিনি সম্মতি দিয়েছেন। তাই আমরাও সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের সুপারিশ করছি।” আর তারপর অবশেষে এই আর্জি মেনে নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বুধবার এই সুখবরটি দিলেন। সংবাদ সংস্থা এএনআই সিবিআই তদন্তের আর্জি মেনে নেওয়ার খবর প্রকাশ্যে আনে।

মামলার শুনানি চলাকালীন আদালত মহারাষ্ট্র পুলিশের কাছে এই মামলার রিপোর্ট তলব করে। সেই সময়ই তুশার মেহতা জানান, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সিবিআই তদন্তের সুপারিশ কেন্দ্র সরকার মেনে নিয়েছেন।

উল্লেখ্য গত ২৫ শে জুলাই বিহার পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। এই এফআইআর-এ তিনি রিয়া চক্রবর্তী সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। সেই মামলায় মুম্বাইতে স্থানান্তরকরণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রিয়া। আজ সুপ্রিম কোর্টে সেই বিষয়ক মামলারই শুনানি হয়। সিবিআই তদন্তের বিষয়ে রিয়া চক্রবর্তীর আইনজীবী বলেন, “সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী যে আবেদন করেছেন তা বিহার পুলিশের তদন্তের আওতাধীন নয়। সিবিআই হবে কিনা তা নিয়ে বিহার পুলিশের হস্তক্ষেপেরও কোনো যৌক্তিকতা নেই।”

Advertisements