৬ জেলায় হানা করোনার ডেল্টা প্লাসের, কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র করোনার দ্বিতীয় ঢেউ থেকে বেরিয়ে আসছে দেশ। তবে এরই মাঝে আতঙ্ক বাড়াতে শুরু করেছে করোনার ডেল্টা প্লাস প্রজাতি। ইতিমধ্যেই এই নতুন প্রজাতি বিশ্বের নয়টি দেশে আতঙ্ক ছড়িয়েছে। আর এবার তা ভারতের ৬ জেলায় হানা দিয়েছে।

Advertisements

Advertisements

বিশ্বের যে ৯টি দেশে করোনার এই নতুন প্রজাতির ডেল্টা প্লাস হানা দিয়েছে সেই দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোলান্ড, নেপাল, চিন ও রাশিয়া। তবে এদের তালিকায় এবার নাম উঠলো ভারতের। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই নতুন প্রজাতির হানা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা হয় এবং কড়া ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়।

Advertisements

ভারতের মূলত তিন রাজ্য মহারাষ্ট্র, কেরল এবং মধ্যপ্রদেশের ৬ জেলায় এই নতুন প্রজাতির করোনা নজরে এসেছে। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ বলে জানা গিয়েছে। যাদের মধ্যে ১৬ জন মহারাষ্ট্রের এবং বাকিরা কেরল ও মধ্যপ্রদেশের। মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরলের পালাক্কাড ও পাথানামথিটা, মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে তরফে এই তিন রাজ্যকে বলা হয়েছে এই সংক্রমণের বিরুদ্ধে যতটা সম্ভব করার ব্যবস্থা গ্রহণ করতে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার এই নতুন প্রজাতি অর্থাৎ ডেল্টা প্লাসের বিশেষত্ব হলো এটি অতি সংক্রামক। শুধু তাই নয় পাশাপাশি এই নতুন প্রজাতির করোনা ভাইরাসটি ফুসফুসের কোষকে দ্রুত ঘায়েল করার ক্ষমতা রাখে। যে কারণে ইতিমধ্যেই এই নতুন প্রজাতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে।

Advertisements