নিজস্ব প্রতিবেদন : করোনা রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার পর তাদের সাথে কোনরকম যোগাযোগ থাকে না পরিবারের। কারণ তাদের এযাবত হাসপাতালের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ছিল। পরিবার বন্ধু-বান্ধবদের থেকে দূরে সরে মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছিলেন এসকল করোনা রোগীরা। যে কারণে কেন্দ্রে তরফ থেকে এবার রোগীদের হাসপাতালের মধ্যে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মর্মে একটি নির্দেশিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা যাতে নিজেদের পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারেন তার জন্য স্মার্টফোন অথবা ট্যাবলেট ব্যবহারের অনুমতি দিতে হবে। পরিবার-পরিজনদের সাথে যোগাযোগ থাকলে রোগীদের মানসিক বল আরও বাড়বে। তারা মানসিকভাবে এই রোগের সাথে লড়াই করার আরও বেশি ক্ষমতা পাবেন। করোনা আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পর তারা আইসোলেশনে থাকার জন্য এমনিতেই কারো সাথে দেখা করতে পান না। যে কারণে তাদের উপর একাকিত্বের ভার আসতে শুরু করে এবং মানসিক চাপ বাড়তে থাকে। আর এইসব কথা মাথায় রেখেই মোবাইল ব্যবহারের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে।
ডাঃ রাজীব গর্গ (DGHS) গত জুলাই মাসের ২৯ তারিখ একটি চিঠিতে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির সচিবদের হাসপাতলে মোবাইল, স্মার্টফোন অথবা ট্যাবলেট ব্যবহার নিয়ে অনুমতি দেওয়ার কথা জানান। তিনি জানান, “হাসপাতালে যদি মোবাইল ফোনের ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে রোগীরা তাদের পরিবার-পরিজনের সাথে সংযুক্ত থাকতে পারবেন। আমরা বেশকিছু রাজ্যের রোগীদের পরিবারের থেকে অভিযোগ পেয়েছি যে তাদের রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষ মোবাইল ব্যবহার করতে দিচ্ছেন না। যে কারণে ওই পরিবারগুলি রোগীদের সাথে যোগাযোগ রাখতে পারছেন না।”
তিনি আরও জানান, “সামাজিক সংযোগ রোগীদের সুস্থ হয়ে ওঠার সহায়ক হতে পারে। এছাড়াও রোগীদের মানসিকভাবে আরও শক্ত করে তুলতে পারে চিকিৎসা চলাকালীন। দয়াকরে সংশ্লিষ্ট সকলকে অনুমতি দিন যাতে করে রোগীদের স্মার্টফোন অথবা ট্যাবলেট ইত্যাদি ডিভাইসগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। যাতে করে তারা নিজেদের পরিবারের সাথে, বন্ধু-বান্ধবদের সাথে ভিডিও কল বা কথা বলে যোগাযোগ রাখতে পারেন।”