নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের মাঝেই দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার-নার্স অথবা স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ উঠছে বারবার। আর এবার সেই জায়গায় লাগান টানতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, এই সকল ঘটনা রুখতে অর্ডিন্যান্স আনলো কেন্দ্রীয় মন্ত্রীসভা। এবার এমন ঘটনা ঘটলে জেলের পাশাপাশি বিপুল পরিমাণে আর্থিক জরিমানার বোঝা বইতে হবে হেনস্থাকারীদের।
দেশ যখন করোনা সংকটে ভুগছে তখন এই সকল ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরাই ফ্রন্টলাইনে এসে মোকাবিলা করছেন। অথচ তাদেরকেই বারবার হেনস্থা করা হচ্ছে। বারবার সচেতনতা বার্তা দেওয়া সত্ত্বেও এই ব্যাধি সমাজ থেকে দূর করা যাচ্ছে না। যে কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সকল ঘটনার বিরুদ্ধে অর্ডিন্যান্স জারি করে জানানো হয়েছে, এবার এমন ঘটনা ঘটলে সর্বাধিক ৭ বছরের জেল আর ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে হেনস্থাকারীকে।
কেন্দ্রীয় মন্ত্রীসভা ব্রিটিশ আমলের মহামারী আইনের (১৮৯৭) সংশোধন করে অর্ডিন্যান্স এনেছে। আর এই অর্ডিন্যান্স কেবলমাত্র রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়। রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে গেলেই কেন্দ্র নেমে পড়বে এই সকল ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, করোনা মোকাবিলায় সমাজের শেষ আশা ভরসা হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অথচ বারবার বারণ করা সত্ত্বেও এদের হেনস্থা করা কমছে না। তাই এই অর্ডিন্যান্স জারি করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার।
অর্ডিন্যান্স অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করা হলে কি কি সাজা হতে পারে
Amendment to be made to Epidemic Diseases Act, 1897 and Ordinance will be implemented. Such crime will now be cognizable & non-bailable. Investigation will be done within 30 days. Accused can be sentenced from 3 months-5 yrs & penalised from Rs 50,000 upto Rs 2 Lakh: P Javadekar https://t.co/x3B5vjYZ8s
— ANI (@ANI) April 22, 2020
আঘাত সামান্য হলে ন্যূনতম ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অভিযুক্তের।
Amendment to be made to Epidemic Diseases Act, 1897 and Ordinance will be implemented. Such crime will now be cognizable & non-bailable. Investigation will be done within 30 days. Accused can be sentenced from 3 months-5 yrs & penalised from Rs 50,000 upto Rs 2 Lakh: P Javadekar https://t.co/x3B5vjYZ8s
— ANI (@ANI) April 22, 2020
আঘাত গুরুতর হলে নূন্যতম ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেলের পাশাপাশি ১ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অভিযুক্তের।