ফের বাড়ানো হলো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার অন্তিম সময়সীমা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একাধিকবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার অন্তিম সময়সীমা দেওয়া হলেও বারংবার সেই সময়সীমা বাড়ানোর পথে হাঁটতে দেখা যাচ্ছে কেন্দ্রকে। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে ৩০ সেপ্টেম্বর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার শেষ সময়সীমা হিসাবে ধার্য করা হয়। তবে এবার এই সময়সীমাও বাড়ানো হলো। শুধু বাড়ানো নয়, লম্বা-চওড়া সময়সীমা দিল কেন্দ্র।

Advertisements

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পরিপ্রেক্ষিতে শুক্রবার আয়কর দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে গ্রাহকরা আরও ছয় মাস সময় পাবেন। অন্তিম সময়সীমা হিসেবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ৩১ মার্চ ধার্য করা হয়। এই সময়ের মধ্যেই গ্রাহকদের গুরুত্বপূর্ণ এই কাজটি করিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

Advertisements

আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে গ্রাহকরা বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবেন। এসকল অসুবিধার মধ্যে রয়েছে ব্যাঙ্কিং পরিষেবা, পোস্ট অফিস সংক্রান্ত নানান পরিষেবা এবং আয়কর রিটার্ন জমা দেওয়া সংক্রান্ত একাধিক পরিষেবা। তবে এই লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর পরিপ্রেক্ষিতে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

Advertisements

চলতি বছর এই নিয়ে একাধিকবার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমার মেয়াদ বাড়ানো হয়। প্রথম দফায় এর শেষ সময়সীমা ছিল ৩১ মার্চ। পরে তা বাড়িয়ে করা হয় ৩০ জুন। ৩০ জুন থেকে তা বেড়ে হয় ৩০ সেপ্টেম্বর এবং সম্প্রতি তা বেড়ে দাঁড়ালো আগামী বছর ৩১ মার্চ।

এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, অর্থবিল ২০২১ পাস হয়েছে লোকসভায়। লোকসভায় পাস হওয়া এই নতুন অর্থবিল অনুসারে আয়কর অ্যাক্ট ১৯৬১-র মধ্যে একটি নতুন ধারা ২৩৪এইচ যোগ করা হয়েছে। এই নতুন ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো গ্রাহক তার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে এক হাজার টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হবেন।

Advertisements