নিজস্ব প্রতিবেদন : জমি নিয়ে কেলেঙ্কারির শেষ নেই। আর এই কেলেঙ্কারি রুখতে এবার কেন্দ্রের নয়া ভাবনা জমির Aadhaar নম্বর চালু করা। এতে কোন জমির সাথে ব্যাঙ্কের লিঙ্ক, কোন জমির কোর্ট পত্র আছে কিনা তা অনায়াসে সামনে আসবে বলে মনে করছে কেন্দ্র।
জমির আধার নম্বর চালু করার পিছনে কেন্দ্রের ভাবনা জমির জন্য ১৪ ডিজিটের আইডেন্টিফিকেশন তৈরি করা। এই পরিকল্পনা চলতি বছরের মধ্যেই সমাপ্ত করার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। অর্থাৎ চলতি বছরের মধ্যেই সমস্ত জমি এবং প্লটের একটি করে আইডেন্টিফিকেশন থাকবে। জমির সমস্ত তথ্য এক জায়গায় নথিভুক্ত করার উদ্দেশ্য নিয়েই কেন্দ্রের এমন পরিকল্পনা।
ইতিমধ্যেই সংসদে এই পরিকল্পনার খসড়া জমা করা হয়েছে। এই পরিকল্পনাকে রাখা হবে Digital India Land Records Modernisation Programme-র আওতায়। তবে এমন চিন্তাভাবনা এই প্রথম নয়। এর আগেও এমন ভাবনা নিয়ে এগিয়ে ছিল কংগ্রেস সরকার। তারা ২০০৮ সালে এমন পরিকল্পনা গ্রহণ করেছিল, তবে তা বাস্তবায়িত হয়নি।
[aaroporuntag]
ইতিমধ্যেই ভারতের দশটি রাজ্যে The Inique Land Parcel Indentification Number নামের একটি স্কিম চালু রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জমির একটি আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে। যাকে জমির আধার নম্বর বলা হয়ে থাকে। এই ব্যবস্থাকেই দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের। আর এর ফলে জমি নিয়ে কারচুপি এবং জালিয়াতি রুখে দেওয়া যাবে বলেই মনে করছে কেন্দ্র।