হাতের মুঠোয় বাজেটের খুঁটিনাটি, নয়া অ্যাপ আনলো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২১-২২ অর্থবর্ষে ইউনিয়ন বাজেট। আর এই বাজেটে এবছর প্রথম কাগজের ব্যবহার হবে না। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করা হবে। আর এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই যেন বাজেটের সমস্ত খুঁটিনাটি সাধারণ মানুষদের হাতে পৌঁছে যায় তারই সুবন্দোবস্ত করতে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হলো একটি নতুন অ্যাপ।

Advertisements

Advertisements

বাজেট সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি হাতের মুঠোয় পাওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে যে নয়া অ্যাপ আনা হয়েছে তার নাম হলো ‘Union Budget’। এই নতুন অ্যাপের উদ্বোধন হয়ে গেছে গত শনিবার। উদ্বোধন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অ‌্যান্ড্রয়েড এবং আইফোন দুই প্ল‌্যাটফর্মের জন‌্যই এই অ‌্যাপ উপলব্ধ। এই অ্যাপেই দেশের যেকোনো নাগরিক প্রস্তাবিত বাজেটের বিষয়গুলি জানতে পারবেন।

Advertisements

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এই অ্যাপের মধ্যে থাকছে সার্চ, ডাউনলোড, জুম এমনকী প্রিন্ট করার সুবিধা। ১লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরেই বাজেট সংক্রান্ত সমস্ত নথি উপলব্ধ হয়ে যাবে এই অ্যাপে।

অ্যাপটি স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর অথবা IOS প্ল্যাটফর্মের স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটি ডাউনলোড করা যাবে www.indiabudget.gov.in ওয়েবসাইট থেকেও। দিল্লির মসনদে বসার পর মোদি সরকারের তরফ থেকে বাজেট অধিবেশনে একাধিক চমক আনা হয়। আর এবার চমক আসছে ডিজিটাল দিক দিয়েও।

Advertisements