পেট্রোল-ডিজেলের পর রান্নার তেলে কর কমালো কেন্দ্র, কতটা কমছে দাম

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) ক্রমাগত মূল্যবৃদ্ধির পর দিওয়ালির আগের রাতে কেন্দ্র সরকারের তরফ থেকে শুল্ক কমানোর ঘোষণা করা হয়। এই ঘোষণার পরেই দেশজুড়ে দিওয়ালির দিন থেকে কমে পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে আবার পেট্রোল-ডিজেলের মতই প্রতিনিয়ত বেড়েই চলেছে রান্নার তেলের দাম (edible oil)। সাধারণ মানুষদের স্বস্তি দিতে এবার এই রান্নার তেলের দামের শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র (central government)।

Advertisements

তেলের দাম লাগামের মধ্যে আনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল, অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর এতদিন যে মৌলিক শুল্ক ২.৫ শতাংশ শুল্ক নেওয়া হতো তা আর নেওয়া হবে না।

Advertisements

এর পাশাপাশি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও সরবরাহ মন্ত্রক জানিয়েছে, অশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর কৃষি সেস হিসাবে এ যাবৎ ২০ শতাংশ সেস আদায় করা হতো তাও কমিয়ে এখন করা হচ্ছে ৫ শতাংশ। অন্যদিকে অপরিশোধিত তেলের উপর থাকা সেসের পরিমাণ কমিয়ে করা হচ্ছে ৭.৫ শতাংশ।

Advertisements

কেন্দ্র সরকারের এই পদক্ষেপে আদানি উইলমার, রুচি ইন্ডাস্ট্রিজ সহ প্রথম সারির তেল সরবরাহকারী সংস্থাগুলির তেলের পাইকারি দাম লিটার প্রতি ৪ টাকা থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। একইভাবে অন্যান্য তেলের পাইকারি দাম অনেকটাই কমবে।

এর পাশাপাশি কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্যভাবে কমেছে রান্নার তেলের দাম। স্থান বিশেষে লিটার প্রতি দাম কমেছে ২০ টাকা, ১৮ টাকা, ১০ টাকা, ৭ টাকা। একইভাবে দাম কমেছে পাম তেল, চিনাবাদাম তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেলের।

Advertisements