নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরে লাগাতার যেভাবে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেতে থাকে তাতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছিল আমজনতার। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত পরিবারের অবস্থা সঙ্কটজনক হয়ে দাঁড়ায়। তবে এমত অবস্থায় শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হলো তা স্বস্তি দিয়েছে অধিকাংশ পরিবারেই।
শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেট্রোল ডিজেল বড় অংকের শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। কেন্দ্রের তরফ থেকে শনিবার পেট্রোলের উপর এক ধাক্কায় ৮ টাকা শুল্ক কমিয়ে দেওয়া হয় এবং ডিজেলের উপর ৬ টাকা শুল্ক কমানো হয়। এর ফলে পেট্রোলের দাম কমবে লিটার প্রতি ৯ টাকা ৫০ পয়সা এবং ডিজেলের দাম কমবে লিটার প্রতি ৭ টাকা। নতুন এই দাম কার্যকর হবে রবিবার থেকে।
কেন্দ্রের মোদি সরকারের তরফ থেকে পেট্রোল এবং ডিজেলের উপর এই বিরাট স্বস্তি দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাসের ক্ষেত্রেও বিরাট স্বস্তি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানান, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে করা হচ্ছে ২০০ টাকা। অর্থাৎ এই প্রকল্পের আওতায় যারা রান্নার গ্যাস কানেকশন নিয়েছেন তারা সিলিন্ডার প্রতি ২০০ টাকা ছাড় পাবেন। বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে।
We are reducing the Central excise duty on Petrol by Rs 8 per litre and on Diesel by Rs 6 per litre. This will reduce the price of petrol by Rs 9.5 per litre and of Diesel by Rs 7 per litre: Union Finance Minister Nirmala Sitharaman
(File Pic) pic.twitter.com/13YJTpDGIf
— ANI (@ANI) May 21, 2022
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমানোর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবন যাপন আরও সহজ হবে। পাশাপাশি নরেন্দ্র মোদী জানিয়ে দেন, ‘আমাদের কাছে মানুষই সবার আগে’।
It is always people first for us!
Today’s decisions, especially the one relating to a significant drop in petrol and diesel prices will positively impact various sectors, provide relief to our citizens and further ‘Ease of Living.’ https://t.co/n0y5kiiJOh
— Narendra Modi (@narendramodi) May 21, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘আমাদের কাছে সবসময় সবার আগে মানুষ। আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বহু ক্ষেত্রকে প্রভাবিত করবে। আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে।’ উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসের উপর ভর্তুকি বৃদ্ধি নিয়ে তার মন্তব্য, ‘উজ্জ্বলা যোজনা কোটি কোটি ভারতবাসীকে সাহায্য করছে। বিশেষ করে মহিলাদের। আজকের সিদ্ধান্ত নাগরিকদের মাসিক খরচ অনেকটা কমবে।’