নিজস্ব প্রতিবেদন : দেশে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানজট। এই যানজট বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে টোল প্লাজা। যে কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে জাতীয় সড়কের উপর থাকা প্রতিটি টোল প্লাজা তুলে দেওয়ার দিকে হাঁটা হচ্ছে। হাইওয়ে ও সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে এই পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে হাঁটা হচ্ছে।
তবে প্রশ্ন হল যদি টোল প্লাজা উঠে যায় তাহলে কিভাবে টোল আদায় হবে গাড়ি থেকে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, টোল প্লাজাকে সরিয়ে দিয়ে অটোমেটিক নম্বর প্লেট রিডার ক্যামেরা বসানো হবে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ২০১৯ সালে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে আর সেই পরিকল্পনায় জানানো হয়েছে প্রতিটি গাড়িতে কোম্পানির নম্বর প্লেট রাখতে হবে।
এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে জাতীয় সড়কের উপর থাকা টোল প্লাজাগুলি ছড়িয়ে দিয়ে সেখানে ক্যামেরা বসানো হবে। সেই ক্যামেরায় গাড়ির নম্বর রিড করবে এবং গাড়ির মালিকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে টোলের জন্য। টোলে প্রবেশ এবং প্রস্থান দুদিকেই ক্যামেরা লাগানো থাকবে।
এক্ষেত্রে যাতে প্রতিটি গাড়ির নম্বর ওই ক্যামেরা বুঝতে পারে তার জন্য ২০১৯ সালে যে নিয়ম জারি করা হয়েছে সেই অনুযায়ী গাড়ির নম্বর প্লেট লাগাতে হবে এবং পুরাতন গাড়িগুলির ধাপে ধাপে নম্বর প্লেট পরিবর্তন করা হবে। এই প্রকল্প বা পরিকল্পনা এখনই বাস্তবায়িত করার জন্য কেন্দ্রের তরফ থেকে একটি পাইলট প্রজেক্ট শুরু করা হবে।
এই ব্যবস্থা চালু হওয়ার পর যানবাহনদের আর টোল প্লাজায় লাইন দিয়ে দাঁড়াতে হবে না টোল দেওয়ার জন্য। পরিবর্তে ওই রাস্তা দিয়ে পার হলেই গাড়ির নম্বর ডিটেক্ট করে নেবে নির্দিষ্ট ক্যামেরা এবং সেই অনুযায়ী চার্জ করা হবে টোল।