দুর্গাপুজোটাও গেল, ৫ কৌশল মেনে চলতে রাজ্যকে চিঠি কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ এসে আছড়ে পড়ার সাথে সাথে তছনছ হয়ে গিয়েছে অনেক কিছুই। বহু মানুষ আত্মীয় স্বজন হারিয়েছেন। তবে সম্প্রতি এই দ্বিতীয় ঢেউ থেকে ধীরে ধীরে দেশ বাইরে আসতে শুরু করেছে। এরই মাঝে আবার ভ্রুকুটি তৃতীয় ঢেউয়ের। চলতি মাসের শেষের দিকেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমত অবস্থায় দেশের প্রতিটি রাজ্যকে পাঁচটি কৌশল মেনে চলার জন্য চিঠি দিয়েছে কেন্দ্র। এরই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে দুর্গাপুজোটাও গেল!

Advertisements

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, আগামী দিনে বিভিন্ন রাজ্যের একাধিক উৎসবকে মাথায় রেখে স্থানীয় স্তরে বিধি নিষেধ করতে হবে। এই সকল বিধিনিষেধ বলবৎ করার মধ্য দিয়েই জনসমাবেশে লাগাম টানা সম্ভব হবে। চলতি মাস থেকেই বিভিন্ন রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরে শুরু হচ্ছে বেশ কিছু উৎসব। যেমন ১৯ আগস্ট রয়েছে মহরম। এর পরে পরেই রয়েছে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো এবং অক্টোবরে দুর্গাপুজো। এমন একাধিক উৎসব চলবে দীপাবলি পর্যন্ত।

Advertisements

এসকল উৎসবের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, উৎসবের দিনগুলিতে মানুষ স্বাধীন ভাবে মেলামেশা করলে করোনার বিপদ বাড়বে বৈ কমবে না। এই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ প্রতিটি রাজ্যকেই একটি করে চিঠি দিয়েছেন। যে চিঠিতে তিনি লিখেছেন, “উৎসবের দিনগুলিতে জনসমাগম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। এই পরিস্থিতিতে ৫ কৌশল পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিড আচরণ সমূহ মেনে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে হবে।”

Advertisements

এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, “কোনওরকম শিথিলতা এ পর্যন্ত কোভিড অতিমারি নিয়ন্ত্রণে দেশ যতখানি এগিয়েছে, তা অনেকখানি হারিয়ে ফেলবে।” পাশাপাশি বারবার কেন্দ্র সরকারের তরফ থেকে সতর্ক করে জানানো হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ এখনো দেশ থেকে চলে যায়নি। ডেল্টা শ্রেণীর ভাইরাস মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত দেশের আটটি রাজ্যের ‘আর ফ্যাক্টর’ একের উপরে। এমনকি পশ্চিমবঙ্গের ‘আর ফ্যাক্টর’ও এক।

Advertisements