শুধু চিনা অ্যাপ নয়, গুগল ক্রোম এক্সটেনশন নিয়েও সর্তকতা জারি

নিজস্ব প্রতিবেদন : ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে টিকটক, ইউসি ব্রাউজার, হ্যালো-এর মত জনপ্রিয় ৫৯ টি চিনা অ্যাপ ভারত সরকারের তরফ থেকে নিষিদ্ধ করার এখনো ৪৮ ঘণ্টার সম্পূর্ণ হয়নি। আর এই ৪৮ ঘণ্টার সম্পূর্ণ হতে না হতেই নতুন এক সর্তকতা জারি হল গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে। আর এই গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। তাদের মতে একাধিক এক্সটেনশন ব্যবহার ব্যবহারকারীর জন্য বিপদজনক হতে পারে। ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে অন্যত্র।

তবে সিইআরটি অবশ্য এখানে গুগল ক্রোমের কোনরকম দোষারোপ করেনি। তাদের বক্তব্য অনুযায়ী, এক্সটেনশনগুলি গুগল ক্রোমকে কোন কিছু না জানিয়েই তথ্য সংগ্রহ করে। আর এগুলি যেকোনো মুহূর্তে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ইমেল, ইউজারনেম থেকে শুরু করে যেকোনো গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে। ব্যবহারকারী কোনরকম কিছু বুঝে ওঠার আগেই যেকোনো মুহূর্তে এর স্ক্রিনশট তৈরি করে রাখার ক্ষমতা রয়েছে এই সকল এক্সটেনশনগুলির। পাশাপাশি এই এক্সটেনশনগুলির কিবোর্ডের ব্যবহার রেকর্ড করে রাখার ক্ষমতাও রয়েছে। বর্তমানে এমন একশোর বেশি এক্সটেনশন চোখে পড়েছে কেন্দ্রীয় এই সংস্থার।

গুগল ক্রোম এক্সটেনশন আসলে কি?

গুগল ক্রোম এক্সটেনশন আসলে এক ধরনের অ্যাপ। এগুলি গুগল ক্রোম ব্রাউজারের সাথে জুড়ে কাজ করে। এই সকল এক্সটেনশনগুলি ব্যবহার করার ফলে ব্যবহারকারীরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকেন। তবে এই সকল সুবিধা পেতে গিয়ে যদি তথ্য চুরির মতো ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে তা ব্যবহার না করাই ভালো।

তথ্য চুরির হাত থেকে কিভাবে রক্ষা মিলবে?

যেকোনো ধরনের অ্যাপ হোক অথবা এমন এক্সটেনশন, খুব প্রয়োজন না হলে কোনভাবেই ইনস্টল করবেন না, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিইআরটি। পাশাপাশি যদি ইনস্টল করতেই হয় তাহলে তার আগে অবশ্যই সেটি সম্পর্কে রিভিউ দেখুন পাশাপাশি সিকিউরিটির বিষয়টিও দেখে নিতে হবে। এছাড়াও কোন অ্যাপ ইনস্টল করার আগে দেখে নিন সেই অ্যাপ কি কি পারমিশন চাইছে। যদি দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত পারমিশন খুঁজছে অ্যাপগুলি তাহলে তা নিয়ে সন্দেহ তৈরি হতেই পারে। সুতরাং ইন্টারনেটের মত গোলাকার জায়গায় সব সময় সবকিছু সতর্কভাবে ব্যবহার করা বাঞ্ছনীয়।