নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশ, যেখানে ১৩০ কোটির বেশি মানুষের বাস, সেই দেশে প্রতিভার অভাব নেই। তবে নির্দিষ্ট প্ল্যাটফর্মের অভাবে বহু প্রতিভাই সুপ্ত অবস্থায় থেকেই যায়। সম্প্রতি স্মার্টফোনের যুগে অবশ্য এই সকল প্রতিভা মানুষের হাতে হাতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তবে এই স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতেই বহু প্রতিভাবান সম্প্রতি বিভিন্ন প্লাটফর্মে জায়গা করে নিয়েছেন নিজেদের কীর্তির জন্য।
সম্প্রতি কলকাতার এমনই এক উজ্জ্বল ও বিরল প্রতিভা গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। এই ভিডিওটি একটি চাওয়ালার। আর ওই চাওয়ালার এমন কীর্তি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আসলে মুগ্ধ কেনই বা হবেন না। বাঙ্গালীদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে এবং রবীন্দ্রনাথ থেকে কিশোর কুমার, মান্না দে। আর এই চাওয়ালার দোকানে গেলে একসাথে পাওয়া যাবে চা এবং বিনামূল্যে চাওয়ালার কন্ঠের কিশোর কুমারের গান।
এমন অনান্য কীর্তির অধিকারী চাওয়ালার খোঁজ পাওয়া যাবে কলকাতার বেনিয়াটোলা লেনের পুরাতন বাড়ির ভিড়ে এক চিলতে জায়গায়। ওই চাওয়ালা হলেন ৫২ বছর বয়সী পল্টন দাস। এই চায়ের দোকান এবং চাওয়ালার বিশেষত্ব হলো আগত খরিদদারদের যেমন নিজের হাতে সুস্বাদু চা করে বিক্রি করেন ঠিক তেমনি সেই চা পরিবেশনের সাথে সাথেই নিজের সুমধুর কন্ঠে কিশোর কুমারের সুপারহিট গান গেয়ে শোনান।
চা বিক্রি করার সময় ওই চাওয়ালার হাতে থাকে একটি মাইক। ব্যাকগ্রাউন্ডে চলে কিশোর কুমারের সুপারহিট একাধিক গানের মিউজিক। আর তিনি চা তৈরি করতে করতে, পরিবেশন করতে করতে ঐসকল মিউজিকের তালে তাল মিলিয়ে সুর দিয়ে গান গান।
#WATCH | West Bengal: A tea shop owner in Kolkata goes viral for entertaining customers by singing Kishore Kumar's songs.
"I have followed Kishore Kumar since I was 10 years old. I practiced his songs on Karaoke. He is my idol," says Paltan Nag, tea shop owner in Kolkata. pic.twitter.com/ng8CRZi8lU
— ANI (@ANI) August 8, 2021
পল্টন দাস সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যখন তার বয়স ১০ বছর ছিল তখন থেকেই তিনি কিশোর কুমারের গানের চরম ভক্ত। আর তারপর থেকেই তাকে অনুসরণ করে তিনি এই গান গেয়ে চলেছেন। কিশোর কুমারই তার গুরু বলে তিনি জানিয়েছেন।