ভরা শীতেই বৃষ্টির পূর্বাভাস, দিনক্ষণ ঘোষণা হওয়া অফিসের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শীতের শেষ ইনিংসে দক্ষিণবঙ্গ কাঁপছে কনকনে ঠান্ডায়। গত মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় তাপমাত্রা নেমেছে ২ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তালে তাল মিলিয়ে নেমেছে তাপমাত্রা। বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার আশেপাশে। আর এমত ভরা শীতেই বৃষ্টির পূর্বাভাস দিলো হওয়া অফিস।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ একইরকম থাকলেও এর থেকে বেশি শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শুরুতে পশ্চিমী ঝঞ্জা ঢুকতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। আর তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপরও। যে কারণে সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার এবং শনিবার মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড এবং ঝাড়খন্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মূলত শুক্রবার এই বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার বৃষ্টি না হলে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। শ্রীনিকেতনের হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম।

Advertisements