Weather Update Whole Bengal: আজ থেকেই আবহাওয়ায় বদল! টানা ৫-৬ দিন বৃষ্টি, দেখে নিন কেমন থাকবে আপনার জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি শীতের মরশুমে ডিসেম্বর ও জানুয়ারি মাসে বারবার বৃষ্টির মুখোমুখি হয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal)। উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকার জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির বিষয়টি নতুন কিছু না হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবার যেন একটু বাড়াবাড়িই হতে দেখা গিয়েছে। এরই মধ্যে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি মাসের পাশাপাশি ফেব্রুয়ারিতেও বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না পশ্চিমবঙ্গ (Weather Update Whole Bengal)।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি মোটামুটি গোটা রাজ্যেই জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে। এই জলীয়বাষ্পের প্রভাবেই জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি শুরু বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলা।

Advertisements

আজ অর্থাৎ সোমবার বেলার দিক থেকে আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। এদিন থেকেই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার পরিবর্তে দাপট বাড়তে শুরু করবে পূবালী হাওয়ার। এরই প্রভাবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে হালকা বৃষ্টি এবং তা চলবে শুক্রবার পর্যন্ত। মোটামুটি ৫-৬ দিন বৃষ্টির দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গে।

Advertisements

আরও পড়ুন ? Cold Wave and Rainfall Warning: মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস! রাজ্যের ৪ জেলায় শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টি ২৩ জেলায়

সোমবার থেকে আবহাওয়ায় বদল আসতে শুরু করলেও এদিন উত্তর অথবা দক্ষিণের কোন জেলায় বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে ৩০ জানুয়ারি অর্থাৎ বুধবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদীয়ার মত ৬ জেলায়। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের ২৩ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে, রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে। একই ফেব্রুয়ারি মাসের ১ তারিখ অর্থাৎ শনিবার রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

২ ফেব্রুয়ারি রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ৩ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন জেলাতে না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় রয়েছে।

Advertisements