নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কার কথা। আর সেই পূর্বাভাস মতো ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের দরুণ মঙ্গলবার বিকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগস্ট মাসের ৪ ও ৫ তারিখ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ৪ আগস্ট অর্থাৎ মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। আজ থেকেই হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। আর আগামীকাল অর্থাৎ ৫ ই আগস্ট মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর এই বৃষ্টি ৬ তারিখ থেকে কমার সম্ভাবনা থাকলেও চলতে পারে ৮ অগাস্ট পর্যন্ত। একই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকেও।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই দুদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে। পাশাপাশি কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই মৎস্যজীবীদের বঙ্গোপসাগর থেকে ফিরে আসার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Latest satellite imagery shows convective clouds over the parts of Haryana, Delhi (southwest part), West Uttar Pradesh, Odisha, Gangetic west Bengal, Jharkhand, south Chhattisgarh, Coastal Andhra Pradesh, Arunachal Pradesh, Nagaland, Manipur, Mizoram & Tripura.
— India Met. Dept. (@Indiametdept) August 4, 2020
হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি এই ৮ জেলায় মঙ্গলবার থেকেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টিপাত হবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বৃষ্টিপাত হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। এছাড়াও কলকাতাসহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।