Advertisements

Modi Naidu Viral Video: কোনভাবেই পাশে বসতে চাইছেন না নাইডু, হাত ধরে টানাটানি মোদির, ভিডিও দেখে থ নেটিজেনরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এনডিএ শিবিরের সিট সংখ্যা কোনটি এখন দেশের রাজনীতিতে কয়েকজন ব্যক্তি সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। আর সেই কয়েকজন ব্যক্তির মধ্যে অন্যতম হলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) এবং নীতিশ কুমার (Nitish Kumar)। কেননা এই দুই ব্যক্তির একটি সিদ্ধান্ত টলমল করে দিতে পারে এনডিএ-র সিংহাসন।

Advertisements

এমনিতেও গোটা দেশই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাল্টু কুমার বলেই মনে করেন। তিনি কখনো এই শিবিরে, কখনো আবার ওই শিবিরে, তার অন্ততপক্ষে ৫-৫ বার এইরকম শিবির বদলানোর রেকর্ড রয়েছে। চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে হয়তো এতটা না বলা গেলেও তিনিও কিন্তু শিবির বদলেছেন আগে। সুতরাং এই দুজনকে নিয়ে খুব চিন্তায় এনডিএ শিবির। যদিও বুধবার এনডিএ-এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই থাকার আশ্বাস দিয়েছেন নীতিশ-নাইডু।

Advertisements

সরকার কে গঠন করবে? কোন কোন রাজনৈতিক দল কাদের পাশে থাকবে এই নিয়ে যখন রাজধানীতে একের পর এক বৈঠক চলছে ঠিক সেই সময় আবার সোশ্যাল মিডিয়ায় কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদির একটি ভিডিও ভাইরাল (Modi Naidu Viral Video) হতে দেখা গেল। বুধবার এনডিএ-এর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে দেখা গিয়েছে নরেন্দ্র মোদির পাশে বসে খোদ চন্দ্রবাবু নাইডু এবং নিতিশ কুমার। এমন মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে থ সোশ্যাল মিডিয়ার নাগরিকরা, পাশাপাশি ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো হাসির রোল পড়েছে।

Advertisements

আরও পড়ুন ? Viral Video: হাসপাতালে দাদুকে শেষবার দেখতে যাওয়ার আগে নাতনি! হার মানাবে বিয়েবাড়ির সাজ

চন্দ্রবাবু নাইডু কোনভাবেই নরেন্দ্র মোদির পাশে বসতে চাইছেন না, তবে নরেন্দ্র মোদি চন্দ্রবাবু নাইডুকে তার পাশে বসাবেন নি! এই নিয়ে রীতিমত দুজনের মধ্যে হাত ধরে টানাটানি। আর এই হাত ধরে টানাটানিতে শেষমেশ এক প্রকার জোড় করেই নরেন্দ্র মোদি নিজের পাশের চেয়ারে বসালেন চন্দ্রবাবু নাইডুকে। সরকার গঠন করার জন্য এবার মোদিকে দরকার চন্দ্রবাবু নাইডুর, তাই বলে হাত ধরে টানাটানি!

সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি হাসির খোরাক হয়ে দাঁড়ালেও অবশ্য এই ভিডিওটি সাম্প্রতিককালের নয়। এই ভিডিওটি ২০১৪ সালের। ভিডিওটি একটি প্রচার মঞ্চের। তখন অবশ্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন নি। তিনি সেই সময় হবু প্রধানমন্ত্রী হিসেবে প্রচারে নেমেছিলেন। অন্যদিকে সেই সময় চন্দ্রবাবু নাইডুকে গ্রাস করেছিল রাহু। একদিকে রাজ্য থেকে ক্ষমতা যুক্ত হওয়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশকে ভেঙ্গে তেলঙ্গানা রাজ্য তৈরি করার ক্ষেত্রেও তার দলের স্পষ্ট অবস্থান ছিল না। এমন পরিস্থিতিতে দুই রাজ্যেই তিনি এবং তার দল কোণঠাসা হয়ে পড়েছিল। আর চন্দ্রবাবু নাইডুর সেই কঠিন সময়ে বিজেপি তার সঙ্গে জোট বাঁধতে চেয়েছিল এবং সুযোগ বুঝে বিজেপির হাত ধরেছিলেন তিনি। তবে আবার এই চন্দ্রবাবু নাইডুই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এনডিএ শিবির ত্যাগ করে ইউপিএ শিবিরে যোগ দিয়েছিলেন। পরাজিত হয়ে তিনি আবার কংগ্রেস ও ইউপিএ শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের এনডিএ শিবিরে যোগ দেন। আর এবার চন্দ্রবাবু নাইডুর রাহু দোষ কাটিয়ে এমন ফলাফল করেছেন যে রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তন করার পাশাপাশি সাংসদ পদের নিরিখে তিনিই এখন কিংমেকার।

Advertisements