ঠিক যেন পুরাতন বন্ধু! মহাকাশে এমনটাই ঘটালো চন্দ্রযান ২ ও চন্দ্রযান ৩

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) এই নিয়ে তৃতীয়বার চন্দ্রাভিযানে নেমেছে। প্রথমবার ছিল ২০০৮ এবং দ্বিতীয়বার ছিল ২০১৯। তবে এই দুবারই চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং সম্ভব হয়নি। যে কারণে এবার চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে দেশের মানুষ মুখিয়ে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ আগস্ট সন্ধ্যা ৬:০৪ টায় বিশ্ব রেকর্ড গড়বে ভারত।

Advertisements

বুধবার সন্ধ্যা বেলায় চাঁদের অন্ধকার অংশ অর্থাৎ দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো অবতরণ করার মাহেন্দ্রক্ষণের আগে অবশ্য চন্দ্রযান ৩ একটি বড়সড় কাজ করে ফেলল। যে কাজটি চন্দ্রযান ২ (Chandrayaan 2) কে বারবার মনে করিয়ে দিচ্ছে। শুধু মনে পড়িয়ে দেওয়া নয়, মহাকাশে এই দুই মহাকাশযানের আচরণ ছিল একেবারেই পুরাতন বন্ধুর মতো। চাঁদের মাটিতে অবতরণের আগে ঠিক কোন কাজটি সেরে ফেলল চন্দ্রযান ৩?

Advertisements

অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে গত ১৪ জুলাই চন্দ্রযান ৩ সফলভাবে উৎক্ষেপণের পর দেখতে দেখতে কেটে গিয়েছে এক মাসের বেশি সময়। এই দীর্ঘ সময় ধরে চন্দ্রযান ৩ ধাপে ধাপে পৃথিবীর মায়া কাটিয়ে এগিয়ে চলেছে চাঁদের দিকে। চাঁদের দিকে এগিয়ে যাওয়ার সময় তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে চন্দ্রযান দুইয়ের অরবিটার। এরপরেও আবার আরও বড় একটি কাজ সেরে ফেলল চন্দ্রযান ৩ এর ল্যান্ডার মডিউল।

Advertisements

এই বিষয়ে সোমবার ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, চাঁদের কক্ষপথে যে চন্দ্রযান ২ রয়েছে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার মডিউল। ইসরোর তরফ থেকে জানানো হয়, “স্বাগতম, বন্ধু! Ch-2 অরবিটার আনুষ্ঠানিকভাবে Ch-3 LM-কে স্বাগত জানায়। দুজনের মধ্যে দ্বিমুখী (Two-way) যোগাযোগ স্থাপিত হয়। LM (ল্যান্ডার মডিউল)-এ পৌঁছানোর জন্য MOX-এর কাছে এখন আরও রুট রয়েছে।”

অন্যদিকে এবারের এই চন্দ্রাভিযান সফল হবে এমনই আশাবাদী গোটা দেশ থেকে বিশ্ব। কেননা আগের যে অভিযান ছিল, সেই অভিযান ব্যর্থ হওয়ার পিছনে যে সকল ছোট ছোট জিনিস ছিল সেগুলি থেকে শিক্ষা নিয়ে এবার সেই সকল খামতি পূরণ করা হয়েছে। গতবার এই মিশন ব্যর্থ হয়েছিল একেবারে চন্দ্রপৃষ্ঠে অবতরণের ২.১ কিলোমিটার উপরে গ্রাউন্ড স্টেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। কিন্তু এবার এই রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে।

Advertisements