চন্দ্রযান ৩ অবতরণে সমস্যা! বুধবার নামতে নাও পারে! নতুন দিনের দিকে তাকিয়ে ISRO

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। এতদিন পর্যন্ত যা ঠিক হয়েছিল তাতে ২৩ আগস্ট অর্থাৎ বুধবার ঠিক সন্ধ্যা ৬:০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারবে ল্যান্ডার বিক্রম। কিন্তু শেষ মুহূর্তে এসে ইসরোর (ISRO) তরফ থেকে নতুন আপডেট পাওয়া গেল। সেই নতুন আপডেট অনুযায়ী বুধবার অবতরণ নাও করতে পারে চন্দ্রযান ৩। এনিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি কোন সমস্যা তৈরি হলো? যদিও অবতরণ নিয়ে নতুন দিনের আভাস দেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণাগারের তরফ থেকে।

Advertisements

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান ৩ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এরপর কেটে গিয়েছে ৩০ দিনের বেশি। এই দীর্ঘ সময়ে চন্দ্রযান ৩ পৃথিবীর মায়া কাটিয়ে এখন পৌঁছে গিয়েছে চাঁদের কাছাকাছি। চাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়ার পাশাপাশি সবকিছু অনুকূল থাকলে বুধবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা জানিয়েছিল ইসরো। তবে শেষ মুহূর্তে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

Advertisements

চন্দ্রযান ৩ নিয়ে ভারতীয় মহাকাশ গবেষণাগার কোনোরকম ছেলেখেলা করতে চাইছে না। কারণ দুদিন আগেই অতিরিক্ত তাড়াহুড়োর কারণে রাশিয়ার লুনা ২৫ (Luna 25) সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার আগেই ভেঙ্গে যায়। এমন পরিস্থিতিতে কোনরকম তাড়াহুড়ো না করে ইসরো ল্যান্ডার বিক্রমকে ধীরে সুস্থে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করাতে চাইছে। এমন পরিস্থিতিতে যদি ২৩ আগস্ট অবতরণের সময় সমস্ত কিছু অনুকূল না থাকে তাহলে তা পিছিয়ে ২৭ আগস্ট অবতরণ করানো হতে পারে।

Advertisements

এই বিষয়ে ইসরোর স্পেস অ‌্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নিলেশ এম.দেশাই জানিয়েছেন, “২৩ আগস্ট অবতরণের দু’ঘণ্টা আগে এবিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ল‌্যান্ডার মডিউলের অবস্থা এবং চাঁদের পরিস্থিতি বুঝে ঠিক করা হবে সেদিনই অবতরণ হবে কি না।  সামান‌্যতম প্রতিকূল অবস্থা বুঝলেই অবতরণ পিছিয়ে ২৭ তারিখ করা হবে। সেজন‌্য বিকল্প ব‌্যবস্থা করাই আছে।” তবে প্রত্যেকেই আশাবাদী ২৩ আগস্টেই অবতরণ হয়ে যাবে।

অন্যদিকে isro-র তরফ থেকে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ল্যান্ডার বিক্রম যে পরিস্থিতিতে আছে তাতে কোথাও কোনো রকম খামতি নেই। অর্থাৎ এর শারীরিক পরিস্থিতি এবং গতিপ্রকৃতি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এমনকি কোনরকম তাড়াহুড়ো করে সে অবতরণ করার জন্য আলটপকা সিদ্ধান্ত নিচ্ছে না। খুঁটিয়ে খুঁটিয়ে চাঁদের জমি পর্যবেক্ষণ করছে এবং অবতরণের জন্য উপযুক্ত জায়গা খুঁজছে।

Advertisements