WhatsApp-এ অকারণে ইন্টারনেট ও স্টোরেজ নষ্ট থেকে মুক্তির উপায়

নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন ব্যবহার করেন অথচ WhatsApp ব্যবহার করেন না এমন স্মার্টফোন ব্যবহারকারী আমাদের মতো দেশে নেই বললেই চলে। তবে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার দরুন ব্যবহারকারীরা প্রত্যেকে কোন না কোন গ্রুপে যুক্ত হয়ে আছেন। আর সেই সকল গ্রুপে অনবরত নানান ধরনের ছবি ভিডিও আসতে থাকে। এসবের কারণে অকারণেই নষ্ট হয় ইন্টারনেট এবং স্টোরেজ। এই অকারণে ডেটা এবং স্টোরেজ নষ্ট হওয়ার হাত থেকে অনেকেই মুক্তি পেতে চান।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসার কারণে বেশ কিছু নতুন নতুন ফিচার রয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক অপশন। সেই সব দিকে একটু নজর রাখলেই এই অকারণে ডেটা এবং স্টোরেজ নষ্ট হওয়া থেকে বাঁচানো যেতে পারে নিজের স্মার্টফোনকে। এর জন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের মিডিয়া অটো ডাউনলোড এবং মিডিয়া ভিসিবিলিটি অপশন বন্ধ রাখতে হবে। এই দুটি অপশন অন থাকলে যেমন অকারণে ডেটা খরচ হয় ঠিক তেমনি অকারণে খরচ হয়, ফোনে স্টোরেজ।

অটো ডাউনলোড বন্ধ করার জন্য হোয়াটসঅ্যাপের ডান দিকে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে এবং সেটিংসে যেতে হবে। সেখানে ‘Storage and data’ অপশন বেছে নেওয়ার পর ‘Media Auto Download’ বিকল্পে গিয়ে মোবাইল ডেটা এবং ওয়াইফাই-এর ক্ষেত্রে ‘Photos, Audio, Videos, Documents’ আনচেক করে দিন। এর ফলে নিজে থেকে কোন কিছু ডাউনলোড হবে না। আপনার যেটা প্রয়োজন হবে সেটাই ডাউনলোড করে নিতে পারবেন।

এছাড়াও মিডিয়া ভিসিবিলিটি বন্ধ করার জন্য সেটিংসের ‘Chats’ অপশনে যেতে হবে এবং সেখানে ‘Media Visibility’ বন্ধ করে দিতে হবে।